promotional_ad

রিংকুর বাদ পড়া দুর্ভাগ্যজনক, বলছেন ভারতের প্রধান নির্বাচক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের হয়ে সাম্প্রতিক বছরের পারফরম্যান্সে টি-টোয়েন্টি সুযোগ পাওয়ার কথা ছিল রিংকু সিংয়ে। ছেলে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাবেন, এমন ভাবনা থেকে উদযাপন করার জন্য বাজার থেকে আতশবাজি ও মিষ্টি কিনে এনে রেখেছিলেন রিংকুর বাবা খানচন্দ্র সিং। তবে ১৫ সদস্যের ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি তারকা এই ব্যাটারকে। রিংকুকে বিশ্বকাপ দলে না রাখার ব্যাখ্যা দিতে গিয়ে অজিত আগারকার জানিয়েছেন, এটা তাদের জন্য কঠিন সিদ্ধান্ত ছিল।


গত বছরের আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় রিংকু। অভিষেকের পর থেকে ভারতের জার্সিতে ১৫ ম্যাচের ১১টিতে ব্যাটিং করেছেন বাঁহাতি এই ব্যাটার। যেখানে ৮৯ গড় এবং ১৭৬.২৩ স্ট্রাইক রেটে রিংকু করেছেন ৩৫৬ রান। ভারতের গয়ে আশা জাগানিয়া পারফরম্যান্স করে দেখালেও চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হাসছে না রিংকুর ব্যাট।



promotional_ad

কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৫০ স্ট্রাইক রেটে ৯ ইনিংসে মাত্র ১২৩ রান করেছেন তিনি। যদিও বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার পেছনে বর্তমান পারফরম্যান্স কিংবা রিংকুর কোন ভুল দেখছেন না ভারতের প্রধান নির্বাচক। মূলত ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের অচেনা কন্ডিশনে বাড়তি বোলিং অপশনের আশায় পেস বোলিং অলরাউন্ডার শিভাম দুবেকে দলে নিয়েছে ভারত। রিংকুর মতো শুভমান গিলের সুযোগ না পাওয়াকেও দুর্ভাগ্যজনক বলছেন আগারকার।


এ প্রসঙ্গে ভারতের প্রধান নির্বাচক বলেন, ‘খুব সম্ভবত এটাই সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল যা নিয়ে আমাদের খোলামেলা আলোচনা করতে হয়েছে। আমি বলতে চাচ্ছি সে (রিংকু সিং) ভুল কিছু করেনি। শুভমান গিলের ক্ষেত্রেও একই ব্যাপার। এটা আসলে দ??ের সমন্বয়ের ব্যাপার। রোহিত যেমনটা বলল আমরা আসলে জানি না কী ধরনের কন্ডিশনে খেলতে হবে। যে কারণে আমরা যথেষ্ট অপশন নিয়ে যাওয়ার চেষ্টা করেছি।’


দুই উইকেটকিপারের উদাহরণ দিয়ে আগারকার বলেন, ‘হ্যাঁ, এটা খুবই দুর্ভাগ্যজনক। রিংকু সিংয়ের সঙ্গে এটার কোন সম্পর্ক আছে বলে আমি মনে করি না। সে বিশ্বকাপ দলে জায়গা পায়নি এটা তার ভুল নয়। আমাদের মনে হয়েছে এটা ১৫ জনের বেশি। দেখুন, আমাদের দুজন উইকেটকিপার আছে যারা কিনা দারুণ ব্যাটার। কিন্তু ভালো ব্যাটার হওয়ার পরও না খেললে তাকে বাইরে বসে থাকতে হবে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball