promotional_ad

নারিন এবং আমার মানসিকতা একই: সল্ট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রংপুরের হয়ে খেলতে আসছেন রাসেল-ওয়ার্নারসহ ৫ বিদেশি

২৯ জানুয়ারি ২৫
বিপিএলে খেলতে দেখা তাদের

এবারের আইপিএলে দ্যুতি ছড়াচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারিন। যেকোনো ম্যাচে দুজনই একসঙ্গে বিস্ফোরক ব্যাটিং শুরু করেন, ফলে বিপাকে পড়ে যায় প্রতিপক্ষ। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জয়ের পর সল্ট জানালেন, নারিনের সঙ্গে মনোভাবে দারুণ মিল আছে তার।


এবারের আইপিএলে নারিন করেছেন ১৮২.৩৫ স্ট্রাইক রেটে ৩৭২ রান। আর সল্ট করেছেন ৯ ইনিংসে ৪৯ গড়ে ৩৯২ রান। এখন পর্যন্ত আসরের পঞ্চম সর্বোচ্চ রান সল্টের। স্ট্রাইক রেট ১৮০.৬৪।



promotional_ad

৯ ইনিংসের পাঁচটিতেই অর্ধশত রানের জুটি গড়েছেন কলকাতার এই দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে দুজন মিলে রান তোলেন ৪৮৫। ওভারপ্রতি তুলেছেন ১২.৪৩ রান করে! সল্ট জানিয়েছেন, দুজনের মানসিকতায় মিল থাকায় সফল হচ্ছে তাদের জুটি।


সল্ট বলেন, 'এই টুর্নামেন্টে আমরা পরস্পর দারুণভাবে মিলে গেছি। আমাদের একজন যদি শুরুতে ছন্দ পেয়ে যায়, আরেকজন তখন তাকে স্ট্রাইক দেয়। আমি ছুটতে থাকলে সে স্ট্রাইক দেয়, তার ক্ষেত্রে দেই আমি। এটা দারুণ যে, এক্ষেত্রে আমরা একই মনোভাবের।'


'মাঠের বাইরে আমরা হাসাহাসিই বেশি করি। মাঠে ততটা নয়। ম্যাচের আগের দিনই সাধারণত কথা যা হয়। সুনিল সবকিছু খুব সাধারণ রাখতে পছন্দ করে। তবে খেলাটা নিয়ে গভীর চিন্তা করে সে। সবটুকু অভিজ্ঞতাকে সঙ্গী করে এগিয়ে যেতে চায় সে। আমরা এমনিতে ভালো সময়ই কাটাই। তার অভিজ্ঞতা আমাদের জুটিতে খুব কাজে লাগে।'



এই দুজনের পারফরম্যান্সে এগিয়ে চলেছে কলকাতাও। আসরে ৯ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে শ্রেয়াস আইয়ারের দল। ২০১২ এবং ২০১৪ সালের শিরোপাজয়ীরা প্লে-অফ থেকে আর কয়েকটি জয় দূরে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball