promotional_ad

জ্যাকসের ঝড় সেঞ্চুরি ও কোহলির ব্যাটে ব্যাঙ্গালুরুর বড় জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

উইল জ্যাকস যখন ব্যাটিং করতে আসেন। তখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জয়ের জন্য প্রয়োজন ১৫৬ রান। শুরুতে তিনি বিরাট কোহলিকে দেখেশুনে সঙ্গ দিতে থাকেন। হাফ সেঞ্চুরি করতে খেলেন ৩২ বল। এরপর কোহলিকে দর্শক বানিয়ে মোহিত শর্মা, রশিদ খানদের ওপর চড়াও হন। পরের পঞ্চাশ করতে খেলছেন মাত্র ৯ বল। তার সেঞ্চুরি ছাড়াও এদিন ৭০ রান আসে কোহলির ব্যাট থেকে। দুজনের ১৬৬ রানের জুটিতে গুজরাট টাইটেন্সের ছুঁড়ে দেয়া ২০১ রানে লক্ষ্যে পৌছে যায় ব্যাঙ্গালুরু।


জয়ের জন্য ওভার প্রতি ১০ রান করে দরকার ছিলো ব্যাঙ্গালুরুর। শুরুটাও দারুণভাবেই করেন দলটির অধিনায়ক ফাফ ডু প্লেসি। প্রথম ৪ ওভারেই ৪০ ছুঁই ছুঁই দলটির। কিন্তু শাই কিশোরের শর্ট লেংথের কুইকারে ক্যাচ দিয়ে ফেরেন ১২ বলে ২৪ রান করা ডু প্লেসি। এরপর দলের হাল ধরেন কোহলি ও জ্যাকস। এদিন উইকেটে থিতু হয়ে রান তুলতে থাকেন কোহলি। তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন জ্যাকস।


এদিন ৩২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন কোহলি। আসরে এটি তার পঞ্চম হাফ সেঞ্চুরি। এরপর দেখশুনে খেলতে থাকা জ্যাকসও হাফ সেঞ্চুরি করেন ৩২ বলে। কিন্তু এরপরই তিনি রান তোলার গতি বাড়িয়ে দেন। ম্যাচের ১৫ তম ওভারে মোহিতকে তিন ছক্কা ও দুই চার মেরে ২৯ রান তোলেন। পরের ওভারে রশিদকে চার ছক্কা ও এক চার মেরে ৪১ বলে সেঞ্চুরি তুলে নেন। কোহলি অপরাজিত থাকেন ৪৩ বলে ৭০ রান করে।



promotional_ad

এই ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি গুজরাট। ম্যাচের প্রথম ওভারেই ঋদ্দিমান শাহকে হারিয়ে পাওয়ার প্লেতে দলটি তোলে ৪২ রান। এরপর ছুটি কাটিয়ে দলে ফেরা গ্লান ম্যাক্সওয়েল ফেরান অধিনায়ক শুভমান গিলকে। ১৬ রান করে গিল ফিরলে দলের হাল ধরেন সুন্দার ও শাহরুখ খান। তাদের ব্যাটে করেই বড় সংগ্রহের পথে হাটতে থাকে দলটি।


মৌসুম জুড়ে রান খড়ায় কাটানো শাহরুখ এদিন হাফ সেঞ্চুরি করেন মাত্র ২৪ বলেই। ম্যাচের ১৩ তম ওভারে ক্যামরুন গ্রিনকে পরপর তিন বলে দুটি চার একটি ছক্কা হাঁকিয়ে পঞ্চাশ করেন তিনি। কিন্তু মোহাম্মদ সিরাজের ১৪০ কি.মি. স্পিডের রিভার্স সুইংয়ে বোল্ড হয়ে ৩০ বলে ৫৮ করে থামেন তিনি। ৮৬ রানের এই জুটি ভাঙলে দলের সংগ্রহ দাঁড়ায় ১৪.১ ওভারে ১৩১ রান।


এরপর উইকেটে আসা ডেবিড মিলারকে সঙ্গী করে ৩৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সুন্দর। ব্যাঙ্গালুরুকে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে এদিন মূল কাজটা করেছেন এই ব্যাটার। গ্রিনদের ওপর চড়াও হয়ে খেলেন ৪৯ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস। তার ইনিংস জুড়ে ছিল ৪টি ছক্কা ও ৮টি চারের মার। মিলার অপরাজিত থাকেন ১৯ বলে ২৬ রান করে। গুজরাটের হয়ে স্বপ্নিল, সিরাজ গ্রীন একটি করে উইকেট পেয়েছে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball