promotional_ad

আইপিএলেই মনযোগ দিতে চান গিল, ভাবছেন না বিশ্বকাপ নিয়ে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঘনিয়ে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর মাত্র মাস দেড়েক পরেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে মাঠে গড়াচ্ছে ২০ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। কোন দেশের বিশ্বকাপ দলে কারা কারা থাকছেন তা নিয়েই চলছে আলোচনা। 


সবচেয়ে বেশি কাঁটাছেড়া হচ্ছে ভারতের বিশ্বকাপ দল নিয়ে। অনেকে বিশ্বকাপ দল থেকে বিরাট কোহলিকেই রাখছেন না। আবার অনেকে হার্দিক পান্ডিয়া শুভমান গিলদেরও বিশ্বকাপ দলে দেখছেন না। তবে যে যাই বলুক সেদিকে কান দিচ্ছেন না ভারতীয় ওপেনার গিল।



promotional_ad

এবারের আইপিএলে বেশ ধারাবাহিকভাবেই রান করছেন গুজরাট টাইটান্সের এই অধিনায়ক। ৯ ম্যাচে এখন পর্যন্ত ১৪৬.১৫ স্ট্রাইক রেটে করেছেন ৩০৪ রান। তার দল গুজরাটও ৯ ম্যাচে ৪টিতে জিতে লড়াইয়ে টিকে রয়েছে। গিল মনে করেন আইপিএলের মাঝে বিশ্বকাপ নিয়ে ভাবলে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন না তিনি।


সম্প্রতি স্পোর্টস তাককে দেয়া এক সাক্ষাৎকারে গিল বলেছেন, ‘বি???্বকাপ দলে আমি থাকব কি না, তা নিয়ে এখন আমি ভাবছি না। এ মুহূর্তে আমাকে গুজরাট টাইটানসকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। যদি আমি বিশ্বকাপ দলে থাকা না–থাকা নিয়ে ভাবতে শুরু করি, তাহলে এখন যে ভূমিকা আমাকে দেওয়া হয়েছে, সেটার ওপর ন্যায়বিচার করা হবে না। বিশেষ করে এ মুহূর্তে আমাকে আমার দলের খুব দরকার। আমি যদি তাদের সময় না দিয়ে বিশ্বকাপ দল নিয়ে ভাবা শুরু করি কিংবা বিশ্বকাপ দলে থাকার জন্য রানের কথা ভাবি, তাহলে আমাকে দেওয়া দায়িত্ব পালন করতে পারব না।’


ভারতীয় দলের ওপেনিং পজিশন নিয়ে জমে উঠেছে দারুণ লড়াই। বিশ্বকাপে অধিনায়ক রোহিত শর্মার ওপেনিং সঙ্গী কে হতে পারেন তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। অনেকে কোহলিকেই ওপেনিং করানোর পরামর্শ দিয়েছেন। এ ছাড়া আলোচনায় আছেন ইয়াসভি জায়সাওয়াল, লোকেশ রাহুল ও ইশান কিশান।



আইপিএলের গত আসরে প্রায় ৯০০ রান করেও ভারতের প্রথম পছন্দের ওপেনার না হতে পারায় কিছুটা আক্ষেপ আছে গিলের। তিনি বলেছেন, ‘আগের আইপিএলে করা ৯০০ রানও (আসলে ৮৯০) যেহেতু আমাকে দলে নিতে পারেনি; তাই আমাকে দলে নেওয়া নিয়ে যখন কথা ওঠে, তখন শুধু একটি কথাই বলতে পারি—দলে যারা সুযোগ পাবে তাদের উৎসাহ দেব, শুভকামনা জানাব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball