promotional_ad

ভারতের বিপক্ষে ফিরলেন ঝিলিক, নতুন মুখ হাবিবা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সবশেষ জুনে ইমার্জিং নারী এশিয়া কাপ খেলার সময় হাটুঁর চোটে পড়েছিলেন রুবাইয়া হায়দার ঝিলিক। এরপর থেকেই মাঠের বাইরে আছেন বাঁহাতি এই ওপেনার। চোট কাটিয়ে অবশেষে বাংলাদেশ দলে ফিরেছেন তিনি। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ স্কোয়াডে ফেরানো হয়েছে ঝিলিককে।


তরুণ এই ওপেনারের ফেরার সিরিজে প্রথমবারের মতো বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি। ১৫ বছর বয়সি ডানহাতি এই পেসারকে দলে নেয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে ১৫ সদস্যের দলে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে সিলেটে নিয়ে যাওয়া হচ্ছে সুমাইয়া আক্তার এবং নিশিতা আক্তার নিশিকে।


২০২২-২৩ মৌসুমে হওয়া নারী ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রূপালি ব্যাংক ক্রীড়া পরিষদের হয়ে খেলেছিলেন হাবিবা। চ্যাম্পিয়ন হওয়া রূপালি ব্যাংকের জার্সিতে চার ম্যাচে ৩.২৬ ইকনোমি রেট এবং ৩১ গড়ে নিয়েছিলেন মাত্র ২ উইকেট। সবশেষ অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজেও ভালো করতে পারেননি তিনি।


পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে হওয়া সেই সিরিজে ৫ ম্যাচে ওভারপ্রতি ৬.০৭ রান দিয়ে ৮৫ গড়ে নিয়েছেন মাত্র একটি উইকেট। এমন পারফরম্যান্সের পরও প্রথমবারের মতো বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন হাবিবা। প্রধান নির্বাচক সাজ্জাদুল আহমেদ শিপন জানান, সিলেটের উইকেটের বিবেচনায় ১৫ বছর বয়সি এই পেসারকে দলে নেয়া হয়েছে।



promotional_ad

সাজ্জাদুল শিপন বলেন, ‘দলে খুব একটা পরিবর্তন নেই। আমরা আপাতত বেশি জায়গায় পরিবর্তন করছিও না। সিলেটে যেহেতু স্পোর্টিং উইকেটে খেলব আমরা, আমার মনে হয় উইকেট পেস বোলারদের সহায়তা করবে। এ জন্য আমরা বাড়তি একজন পেসার নিয়েছি।....একজন ব্যাটারের জায়গায় আমরা পেসার হাবিবা ইসলাম পিংকিকে নিয়েছি।’


তিনি আরও যোগ করেন, ‘(হাবিবা ইসলাম) পিংকিকে সিলেটের উইকেটের কথা বিবেচনা করা নেওয়া হয়েছে। গত সিরিজে আমরা মারুফা-তৃষ্ণা দুইজন পেস বোলার খেলিয়েছি। আমরা একজন ব্যাক আপ পেস বোলার নিচ্ছি। আমরা হয়তবা ওই ফরমেশনে যাব। কয়েকটা ম্যাচে দুইটা করে পেস বোলার খেলবে।’


অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন ফারজানা আক্তার লিসা। দলে জায়গা পেলেও অজিদের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়নি তার। টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন স্কোয়াডে। ৫০ ওভারের ক্রিকেটের মতো টি-টোয়েন্টিতেও ম্যাচ খেলার সুযোগ হয়নি লিসার। ম্যাচ না খেলেই ভারতের বিপক্ষে সিরিজে বাদ পড়েছেন তরুণ এই উইকেটকিপার ব্যাটার।


লিসার জায়গায় চোট কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন ঝিলিক। সব ঠিক থাকলে ভারতের বিপক্ষে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাকে। ঝিলিককে দলে নেয়ার বিষয়ে সাজ্জাদুল শিপন বলেন, ‘সুখবর হচ্ছে, আমাদের ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক চোট কাটিয়ে ফিরেছে। ব্যাক আপ উইকেটকিপার লিসার জায়গায় ঝিলিককে নিয়েছি। ঝিলিক বাংলাদেশের খুবই সম্ভাবনাময় ব্যাটার। হংকংয়ে ইমার্জিং এশিয়া কাপের সময় চোটে পড়েছিল। অনেক দিন পর সে ফিরেছে। সে অটোমেটিক চয়েজ।’


পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে ভারত। কয়েকদিনের অনুশীলন শেষে ২৮ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচ ৩০ এপ্রিল। দুটি ম্যাচই হবে দিবা-রাত্রির। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে।



সিরিজের তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি হবে যথাক্রমে ২ এবং ৬ মে। এই ম্যাচ দুটি শুরু হবে দুপুর ২ টায়। তারপর সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৯ মে। এই ম্যাচটিও দিবা-রাত্রির। শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে। পাঁচ ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে।


ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদ??? খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, শরিফা খাতুন, দিলারা আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি।


স্ট্যান্ডবাই- সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball