promotional_ad

স্লোয়ার নির্ভরতায় মুম্বাইয়ে বিপদে পড়তে মুস্তাফিজ, দাবি অশ্বিনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৪ ম্যাচ খেলেই ৯ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। চলতি আইপিএলের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের এই কাটার মাস্টার। মুস্তাফিজের চেয়ে এগিয়ে আছেন কেবল রাজস্থান রয়্যালসের যুবেন্দ্র চাহাল ও মুম্বাই ইন্ডিয়ান্সের জসপ্রিত বুমরাহ।


মুস্তাফিজের চেয়ে দুই বেশি ম্যাচ খেলে চাহালের শিকার ১১ উইকেট আর ৫ ম্যাচে বুমরাহ নিয়েছেন ১০টি উইকেট। রবিবার হাই ভোল্টেজ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই। এই ম্যাচে লড়াই হবে মুস্তাফিজ ও বুমরাহরও। দুজনই সুযোগ থাকবে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার।


‘এল ক্লাসিকোতে’ রূপ নেয়া এই ম্যাচটি হবে ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত ওয়াংখেড়েতে। মুম্বাইয়ের ঘরের মাঠ হওয়ার বাড়তি সুবিধা পাবে হার্দিক পান্ডিয়ার দল। বিশেষ করে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব ও তিলক ভার্মাদের থামানোই বড় চ্যালেঞ্জ হবে মুস্তাফিজকে।



promotional_ad

এই ম্যাচের আগে তুমুল আলোচনা চলছে চেন্নাইয়ের একাদশে মুস্তাফিজকে দেখা যাবে কিনা। ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে চেন্নাই-মুম্বাই ম্যাচ নিয়ে আলোচনায় হাজির হয়েছিলেন। সেখানে সঙ্গে ছিলেন তামিল ধারাভাষ্যকার নানি সত্যনারায়ানান। অশ্বিন এই ম্যাচে মুস্তাফিজের বদলে পাথিরানাকেই চাইছেন। সেক্ষেত্রে লঙ্কান এই পেসার ফিট কিনা সেটাও দেখতে চান তিনি।


অশ্বিন বলেছেন, ‘পাথিরানা যদি ফিট থাকে তাহলে ওয়ানখেড়েতে আমি ওকে খেলাব, মুস্তাফিজ স্লোয়ারের ওপর বেশী নির্ভরশীল। মুম্বাইয়ের মাঠে এটা তাকে বিপদে ফেলতে পারে। তাই আমি পাথারানাকে খেলাতে চাই ফিজের জায়গায়, তবে পাথিরানা ফিট কিনা সেটা আমি নিশ্চিত নই।’


এরপর আরেক প্রশ্নের উত্তরে নানি নিজের মতামত জানিয়েছেন। তার বিশ্বাস এই ম্যাচে চেন্নাইয়ের তুরুপের তাস হবেন মুস্তাফিজ। শুরুতে রোহিত শর্মাকে ফেরানোর দায়িত্ব মুস্তাফিজকেই নিতে হবে বলে মনে করেন নানি। এ ছাড়া রবীন্দ্র জাদেজাও রোহিতকে শিকার করতে পারেন বলে ধারণা তার।


নানি বলেন, 'মুম্বাইয়ের বিপক্ষে মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ে ‘কী’ প্লেয়ার হবে। চেন্নাইয়ের জন্য রোহিত শর্মার উইকেটটা গুরুত্বপূর্ণ হবে। এলডব্লিউতে রোহিতকে আউট করা মুস্তাফিজের উচিত হবে তাকে নিজের শিকার বানানো। জাদেজাও নিতে পারে, গত বছর রোহিতকে সেও আউট করেছিল।'



মুম্বাইয়ের হয়ে আইপিএলে খেলেছেন মুস্তাফিজ। জাতীয় দলের হয়েও খেলেছেন এই মাঠে খেলার অভিজ্ঞতা আছে তার। ওয়াংখেড়েতে ১৫ ম্যাচে ১৪টি উইকেট পেয়েছেন মুস্তাফিজ। ইকোনোমি ৮.৮২। ফলে পরিসংখ্যা বিচার করলে এই ম্যাচে মুস্তা্ফিজকে নিয়েই মাঠে নামছে চেন্নাই সেটা বলে দেয়াই যায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball