promotional_ad

আসল মশলাটাই তো শেষ, তাই…

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এক সঙ্গে জাতীয় দলে খেলেছেন লম্বা সময়। দুইজন মিলে জিতেছেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপও। বলছিলাম বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের কথা। কিন্তু দুই সতীর্থের সম্পর্কে যে কবে ফাটল ধরেছিল, যা কারও নেই জানা। কেনই বা এমন হয়েছিল তাও অনেকে বলতে পারেন না। ধারণা করা হয়, ২০১৩ আইপিএলে কলকাতা-ব্যাঙ্গালুরুর এক ম্যাচ থেকেই সব সমস্যার শুরু।


এরপর থেকেই কোহলি-গম্ভীর আইপিএল ম্যাচ মানেই টানটান উত্তেজনা। প্রায় প্রতি আইপিএলেই নিয়মিত দৃশ্য হয়ে পড়ছিল তা হল দুজনের বিরোধ। গত আইপিএলে একজনকে আরেকজনের দিকে তেড়ে যেতেও দেখা গেছে। দুজনের দুই দলের লড়াইয়ের আগে তাই একটা উত্তেজনার পারদ ছিলো। তবে সেই উত্তাপে এবার জল ঢেলে দিয়েছেন তারা।


গেল শুক্রবার বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের মাঝে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। টাইম আউট বিরতির সময় কোহলি-গম্ভীর আলিঙ্গনাবদ্ধ হন। এ সময় ব্যাটিংয়ে ছিলো বেঙ্গালুরু। রজত পাতিদারকে নিয়ে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন কোহলি।



promotional_ad

বিরতিতে মাঠে প্রবেশ করেন কলকাতার মেন্টর গম্ভীর। তাকে দেখে কোহলিই এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন, গম্ভীরও তাতে সাড়া দিয়ে হন আলিঙ্গনাবদ্ধ। জায়ান্ট স্ক্রিনে দৃশ্যটি দেখানোর সময় দর্শকরা তালি দিয়ে উঠেন। কোহলি-গম্ভীরের মিলিত হওয়ার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আইপিএলের পেজ থেকেও শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'যা আমরা দেখতে ভালোবাসি।' ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।


এবার সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন কোহলিও। এমন সৌহার্দ্যপূর্ণ দৃশ্য অনেকেরই পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। বেঙ্গালুরুর ব্যাটিং তারকা বলেছেন, গম্ভীরের সঙ্গে তাঁর আলিঙ্গন দেখে অনেকেই হতাশ হয়েছেন।
কোহলি তাঁর বক্তব্যে কারও নাম নেননি। তবে অনেকেই যে কোহলি-গম্ভীরের মধ্যে কোলাকুলি আশা করেননি, সেটা ঘটনার পূর্বাপরে স্পষ্ট।


এশিয়ান পেইন্টসের এক অনুষ্ঠানে নিয়ে গম্ভীরের সঙ্গে বহুল আলোচিত রসায়ন নিয়ে কথা বলেন কোহলি। বেঙ্গালুরু তারকা বলেন, ‘আমার ব্যবহারে মানুষজন হতাশ। আমি এর আগে নবীনকে জড়িয়ে ধরেছিলাম। আর সেদিন তো গৌতি ভাই-ও আমাকে জড়িয়ে ধরল। ফলে আর মশলা নেই। তাই অনেকেই আমার উপর হতাশ হয়েছে।’


কোহলি কথা বলেছেন ভারতীয় দলের আরেক জুটি শুবমান গিল ও ঈশান কিষানকে নিয়েও। দুই তরুণ ক্রিকেটার জাতীয় দলে থাকাবস্থায় সব সময় একসঙ্গে থাকে, সেটা জানাতে গিয়ে কোহলি বলেন, ‘খুব মজা হয়। সীতা আর গীতা (কিষান ও গিল)। আমি জানি না ওদের মধ্যে কী আছে। কিন্তু সফরে গেলে এদেরকে আমি একা দেখি না। আমরা খেতে গেলেও ওরা একসঙ্গে আসে। যখন আলোচনা হয়, তখনো একসঙ্গে থাকে। ওদের কাউকে আমি একা দেখিনি। তারা খুব ভালো বন্ধু।’



২০২৩ সালের আইপিএলে আফগান বোলার নবীন উল হক, যিনি লখনউ টিমের হয়ে খেলছিলেন, তাঁর সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন বিরাট। সেই সূত্র ধরেই গৌতমের সঙ্গেও ঝামেলা বাঁধে বিরাটের। অবশ্য গত বছরের ওডিআই বিশ্বকাপের সময় ভারত-আফগানিস্তান ম্যাচে বিরাট-নবীন ঝামেলা ইতি হয়। দুই ক্রিকেটার একে অপরকে আলিঙ্গন করেছিলেন সে বার।


এক সাক্ষাৎকারে নবীন বলেছিলেন, 'কোহলি আমাকে এক দিন বলেছিল ঝগড়া শেষ করতে। আমিও বললাম, শেষ করে দিচ্ছি। তার পর আমরা দু’জনেই খুব হাসাহাসি করি। একে অপরকে জড়িয়ে ধরি। ও আমাকে বলেছিল, এর পর থেকে আমি মাঠে নামলে কখনও কেউ ওর নাম ধরে চিৎকার করবে না। সবাইকে আমাকে সমর্থন করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball