সুযোগ থাকলে রোহিতকে লক্ষ্ণৌতে আনবেন ল্যাঙ্গার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের আইপিএলের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মুম্বাই ইন্ডিয়ান্স। হুট করে নেতৃত্ব বদলে বড় ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর আইপিএলের শুরুর ৩ ম্যাচে টানা হার, যেন আগুনে ঘি ঢেলে দেয়ার মতো। এখন তো পরিস্থিতি এমন যে মুম্বাই জিতুক বা হারুক রোহিত শর্মা আলোচনায় থাকবেনই।
তাঁর অধিনায়কত্ব যাওয়ার পর তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা বেশি হচ্ছে। একাধিক রিপোর্টে প্রকাশ রোহিত এই মরশুমের পর মুম্বই ইন্ডিয়ান্স ছাড়বেন, তিনি মেগা নিলামে উঠবেন না ড্রাফটে যাবেন সেটা অবশ্য সময় বলবে। তবে রোহিতের ভবিষ্যৎ দল কী হবে তা নিয়ে চলছে জোর আলোচনা।
রোহিতের কাছ থেকে অধিনায়কত্ব নিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে দায়িত্ব তুলে দেওয়ার পর থেকেই খবর আসছে মুম্বই ইন্ডিয়ান্সে সবকিছু ঠিকঠাক চলছে না। মিডিয়া রিপোর্টে আরও বলা হয়েছে যে রোহিত শর্মা যে কোনও সময় মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন, কারণ ফ্র্যাঞ্চাইজি প্রাক্তন অধিনায়ককে সম্মান জানায়নি।

রোহিত মুম্বইকে পাঁচটা ট্রফি দিলেও তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে প্রায়শই একটি প্রশ্ন উঠে আসে যে রোহিত শর্মা যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে চলে যান তবে তিনি কোন দলে যোগ দিতে পারেন?
রোহিতকে নিয়ে জল্পনার মধ্যে উঠে এল লখনউ সুপার জায়ান্টসের নাম। তাদের কোচ জাস্টিন ল্যাঙ্গার একটি সাক্ষাৎকারে আসন্ন মেগা নিলামের ব্যাপারে বলতে গিয়ে রোহিত শর্মার নাম নেন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় কোচের সেই সাক্ষাৎকার।
এই সাক্ষাৎকারে এলএসজির পক্ষ থেকে এক সদস্য কোচের কাছে জানতে চান, মেগা নিলামে যদি একজন খেলোয়াড়কে কেনার সুযোগ পান, তাহলে কাকে কিনবেন। এর পরে, প্রশ্নকর্তা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যদি আপনার দলে রোহিত শর্মাকে নেওয়ার সুযোগ পান তবে আপনি কী করবেন।
এতে অবাক হয়েছেন কোচও। তবে তিনি জানান রোহিতকে পাওয়ার সুযোগ পেলে তো ভালোই হবে। ল্যাঙ্গার বলেন ' রোহিত শর্মা? আপনার মনে হয় সে মুম্বাই ছেঁড়ে আসবে বা মুম্বাই তাকে ছাড়তে চাইবে? যদি এমন হয় তাহলে বনিবনাটা আপনিই করুন! আমি চাইব সে এলএসজিতে খেলুক।'
অন্যদিকে রোহিতকে একবার একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, মুম্বই বাদে অন্য দলে খেলতে হলে তিনি কোন দলে যাবেন? জবাবে রোহিত জানান, কলকাতা নাইট রাইডার্স। কারণ হিসেবে তিনি জানান, যেহেতু ইডেন তাঁর খুব কাছে তাই তিনি কলকাতা নাইট রাইডার্সে যেতে চাইবেন।