promotional_ad

হায়দরাবাদে হাসারাঙ্গার বদলি আরেক লঙ্কান স্পিনার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গোঁড়ালির চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান মৌসুমে খেলা হচ্ছে না ওয়ানিন্দু হাসারাঙ্গার। টুর্নামেন্টের মাঝ পথে এসে শ্রীলঙ্কার তারকা লেগ স্পিনারের বদলি নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ। যেখানে হাসারাঙ্গার বদলি হিসেবে আইপিএল খেলবেন বিজয়াকান্ত বিয়াসকান্ত।


২০২২ মৌসুমে নিলাম থেকে ১০ কোটি ৭৫ লাখ রূপিতে হাসারাঙ্গাকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে গত মৌসুমে তাকে ছেড়ে দেয় দলটি। এরপর নিলাম থেকে মাত্র দেড় কোটি রূপিতে লঙ্কান লেগ স্পিনারকে নিজেদের ডেরায় স্বাগত জানায় হায়দরাবাদ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরই আইপিএল খেলতে যাওয়ার কথা ছিল তার।



promotional_ad

চোটের কারণে ভারতে না গিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিতে তাকে দুবাই পাঠায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এদিকে ২০ ওভারের বিশ্বকাপের আগে তাই হাসারাঙ্গাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে দেশটির ক্রিকেট বোর্ড। যার ফলে আইপিএলে না গিয়ে আপাতত পুনর্বাসনে রয়েছেন তারকা এই লেগ স্পিনার। হাসারাঙ্গা নিজেকে সরিয়ে নেয়ায় বিপাকে পড়তে হয়েছে হায়দরাবাদকে।


শেষ পর্যন্ত তার বদলি হিসেবে তরুণ বিজয়াকান্তকে দলে নিয়েছে তারা। তরুণ এই স্পিনারকে দলে নিতে হায়দরাবাদকে গুনতে হবে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। এবারই প্রথম আইপিএলে খেলবেন তিনি। এর আগে রাজস্থান রয়্যালসের নেট বোলার ছিলেন বিজয়াকান্ত। তবে ২০২০ সালে প্রথমবার আলোচনায় আছেন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে নেমে।


সেই মৌসুমে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে জাফনা স্ট্যালিয়ন্সের হয়ে মাঠে নেমেছিলেন সম্ভাবনাময় এই লেগ স্পিনার। প্রথম দুই মৌসুমে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও সবশেষ আসরে জাফনার জার্সিতে ছিলেন নিয়মিত। দেশের বাইরের লিগেও খেলার অভিজ্ঞতা আছে বিজয়াকান্তের।



২০২৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। ৬ ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। এদিকে সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতেও খেলেছেন বিজয়াকান্ত। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি এমআই এমিরেটসের জার্সিতে দেখা গিয়েছিল তাকে। এবার আইপিএলে খেলবেন হায়দরাবাদের হয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball