promotional_ad

মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার সিদ্ধান্ত সবচেয়ে বড় ভুল ছিল: কার্তিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের ২০-৩০ রানের কমতি ছিল, দাবি কার্তিকের

২১ ফেব্রুয়ারি ২৫
দীনেশ কার্তিক

২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দীনেশ কার্তিক। কিন্তু সেবারই শেষবার মুম্বাইয়ের হয়ে খেলেন তিনি। পরের আইপিএলে মুম্বাই তাকে দলে রাখতে চাইলেও তিনি থাকতে রাজি হননি। সেই সিদ্ধান্ত ভুল ছিল, ১১ বছর পর এমনটাই জানিয়েছেন এই উইকেটরক্ষক।


২০০৮ সালে আইপিএলের জন্মলগ্ন থেকেই খেলছেন কার্তিক। শুরুটা করেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসে (বর্তমান দিল্লি ক্যাপিটালস)। পরে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন। সেখানে শিরোপা জিতে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্বও দিয়েছেন তিনি। বর্তমানে এই উইকেটরক্ষক খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।



promotional_ad

যদিও কার্তিকের এখনও আফসোস হয় মুম্বাই ছেড়ে দেয়া। ২০১৩ সালে মুম্বাইকে আইপিএল জেতাতে ১৯ ম্যাচে ৫১০ রান এসেছিল কার্তিকের ব্যাটে। যদিও বেশি অর্থ উপার্জনের আশায় শেষপর্যন্ত নিলামে নাম দিয়েছিলেন তিনি।


আরো পড়ুন

ক্রিকেটবিশ্বকে আইপিএল বর্জন করতে বলছেন ইনজামাম

২ মার্চ ২৫
গণমাধ্যমে কথা বলছেন ইনজামাম উল হক, পিসিবি

কার্তিক বলেন, '২০১৩ সালে মুম্বই আইপিএল জেতার পর আমাকে দলে রেখে দিতে চেয়েছিল। কিন্তু আমি থাকতে চাইনি। বয়স কম ছিল। অভিষেক নায়ারের মতো কোনও কোচ ছিল না তখন, যে আমাকে বলত মুম্বাইয়ে থেকে যাওয়া ঠিক হবে। আমি নিলামে উঠতে চেয়েছিলাম। ওই সিদ্ধান্তটা আরও ভেবে নেয়া উচিত ছিল আমার। মুম্বাই দলে থাকলে আমি আরও ভালো ক্রিকেটার হতে পারতাম। ওই দলে থাকলে আরও উন্নতি করতাম।'


'তখন বয়স কম ছিল। মনে হয়েছিল নিলামে গেলে আরও বেশি টাকা পাব। সেই কারণে নিলামে উঠতে চেয়েছিলাম। কিন্তু এখন মনে হয়, আমি যদি মুম্বাই দলে রয়ে যেতাম তা হলে ক্রিকেটার হিসাবে উন্নতি করতাম। ওদের দলে প্রযুক্তিগত সুবিধা অনেক বেশি ছিল। সেই সঙ্গে রোহিত শর্মার নেতৃত্বে খেলার সুযোগ ছিল। রিকি পন্টিংও ছিল। ওরা দলকে খুব ভালো পথ দেখাতে পারে। আমার সঙ্গে আকাশ এবং অনন্ত অম্বানির সম্পর্কও ভালো ছিল। সুযোগ ছিল আমার কাছে মুম্বাইয়ের হয়ে খেলার। কিন্তু আমি নিজেই সেটা ছেড়ে দিয়েছিলাম।'



অবশ্য শুধু মুম্বাইয়ের হয়ে না খেলার সিদ্ধান্ত নয়, আরও একটি আফসোস আছে কার্তিকের। চেন্নাই সুপার কিংসের হয়ে অন্তত একবার খেলার ইচ্ছা ছিল তার। অবশ্য চেন্নাই তাকে বিভিন্নবার নিলামে দলে নেয়ার চেষ্টা করে, যার কারণে সেই আফসোস কিছুটা কমেছে তার।


কার্তিক আরও বলেন, 'আমার আর একটা বিষয় নিয়ে আফসোস আছে। আইপিএলে কখনও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুযোগ হয়নি। চেন্নাইয়ে আমার জন্ম। সারা জীবন সেখানে ক্রিকেট খেলেছি। তাই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে পারলে ভালো লাগত। কিন্তু ওরা নিলামে আমাকে বার বার নেওয়ার চেষ্টা করেছে। তাই আমার তেমন ক্ষোভ নেই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball