promotional_ad

‘পুরনো অস্ত্র ফিরে পেলে মুস্তাফিজ দারুণ ডেথ বোলার হবে’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চেন্নাইয়ের ধীরগতির উইকেটে কলকাতা নাইট রাইডার্স ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন মুস্তাফিজুর রহমান। বিশেষ করে ডেথ ওভারে সহজাত স্লোয়ার ডেলিভারিতে আন্দ্রে রাসেল-মিচেল স্টার্কদের বোকা বানিয়েছেন বাঁহাতি এই পেসার। মিচেল ম্যাকক্লেনেনাঘান মনে করেন, নিজের পুরনো অস্ত্রগুলো ফিরে পেলে দারুণ ডেথ বোলার হবেন মুস্তাফিজ।


ভিসা প্রক্রিয়ার কাজ সেরে ভারতে ফিরেই কলকাতার বিপক্ষে খেলতে নামেন মুস্তাফিজ। নিজের ফেরার ম্যাচে বাজিমাত করেছেন তিনি। প্রথম ‍দুই ওভারে ১২ রান দিলেও কোন উইকেটের দেখা পাননি। তৃতীয় ওভারে মহেন্দ্র সিং ধোনি ক্যাচ মিস না করলে পেতে পারতেন রাসেলের উইকেট। তবে সেই ওভারে সবচেয়ে বেশি নজরে এসেছে মুস্তাফিজের স্লোয়ার ডেলিভারি।



promotional_ad

দারুণ ছন্দে থাকলেও বাঁহাতি এই পেসারের স্লোয়ার ডেলিভারিতে বোকা বনে গেছেন রাসেল। ব্যাটে-বলে করতে না পেরে একটা সময় হাঁটু গেঁড়ে মাটিতে বসেও যান বিধ্বংসী এই ব্যাটার। ৪ ওভারে ২২ রান দেয়া মুস্তাফিজ আউট করেছেন স্টার্ক এবং শ্রেয়াস আইয়ারকে। প্রথম ‍দুই ওভারে ১২ রান দেয়া বাঁহাতি এই পেসার শেষ দুই ওভারে দিয়েছেন মাত্র ১০ রান। যেখানে শেষ ওভারে ফিজের খরচ মাত্র ২ রান।


ডেথ ওভারে মুস্তাফিজের এমন বোলিং দেখে প্রশংসায় ভাসিয়েছেন ম্যাকক্লেনেনাঘান। নিউজিল্যান্ডের সাবেক এই পেসার জানিয়েছেন, এমন উইকেটে মুস্তাফিজ চেন্নাইয়ের জন্য বড় অস্ত্র। ডেথ ওভারে বাংলাদেশের এই পেসার কতটা কার্যকরী হবেন, এমন প্রশ্নের জবাবে ম্যাকক্লেনেনাঘান বলেন, ‘বিশেষ করে আজকের কন্ডিশনে চেন্নাইয়ের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি আবারও এই ধরনের উইকেট খেলে তাহলে সে খুবই কাজের একজন হবে। শেষের দিকে আন্দ্রে রাসেলকে সে যেভাবে বোলিং করেছে সেটা তো অন্যরকম। কারণ ফিনিশিংয়ের জন্য রাসেল বিশ্বের অন্যতম সেরা একজন, অথচ সে ব্যাটে বলই লাগাতে পারছিল না।’


‘আমরা কয়েকটা শোতে আলোচনা করেছি সে তার পেসটা ফিরে পেয়েছে। সে এখন ধারাবাহিকভাবে প্রায় ১৪০ এর কাছাকাছি গতিতে বোলিং করতে পারে। স্লোয়ার বলের দিক থেকে সে এখন খুব ভালো অবস্থায় আছে। বিশেষ করে সবশেষ কয়েক বছরে সে যেভাবে বোলিং করেছে তার চেয়ে ভালো অবস্থায় আছে। তার অস্ত্রগুলো সেগুলো যদি ফিরে আসে তাহলে সে গ্রেট ডেথ বোলার হবে।’



বর্তমানে পেসাররা নিয়মিতই স্লোয়ার ডেলিভারি করেন। তবে ধীরগতির উইকেটে মুস্তাফিজ যেটা করেন সেটা অবিশ্বাস্যই বলতে হয়। কারণ কাঁধ এবং কবজিকে এমনভাবে ব্যবহার করেন যে কারণে অনেকটা বাঁহাতি স্পিনারের মতো টার্ন পান। স্লোয়ার ডেলিভারিগুলো বেশি বাঁক নেয়ায় ব্যাটারদের খেলতে অসুবিধা হয়। যেটা পরিলিক্ষিত হয়েছে কলকাতা ও চেন্নাইয়ের ম্যাচে।


চেন্নাইয়ের জার্সিতে স্লোয়ার ডেলিভারিতে পুরনো ছন্দ খুঁজে পাচ্ছেন মুস্তাফিজ, এমনটা মনে করেন ম্যাকক্লেনেনাঘান। তিনি বলেন, ‘প্রথমত এটা ইঙ্গিত করছে যে মুস্তাফিজের স্লোয়ার বল আবারও ফিরে এসেছে। সে দারুণ বোলিং করেছে। তাকে এমনিতেই খেলা কঠিন, উইকেট এমন হওয়ায় সেটা আরও কঠিন হয়েছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball