promotional_ad

নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের প্রধান কোচ আজহার মাহমুদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হতে যাচ্ছেন মোহাম্মদ ইউসুফ। দুদিন আগে এমন খবর প্রকাশ করেছিল ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। তবে প্রধান কোচ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিয়োগ দিয়েছে আজহার মাহমুদকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।


২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন আজহার। প্রায় বছর পাঁচেক ধরে জাতীয় দলের সঙ্গে না থাকলেও নিয়মিতই কোচিং করাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। কদিন আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চ্যাম্পিয়ন হওয়া ইসলামাবাদ ইউনাইটেডেও একই দায়িত্ব পালন করছেন তিনি।



promotional_ad

এদিকে নিউজিল্যান্ড সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে ইউসুফকে। স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন সাঈদ আজমল। সবশেষ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরেও একই দায়িত্বে ছিলেন তারা দুজন। নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব থাকবেন নির্বাচক ওয়াহাব রিয়াজ।


লম্বা সময় ধরেই স্থায়ী কোচ খুঁজছে পাকিস্তান। ২০২৩ বিশ্বকাপে ভালো করতে না পারায় বাবর আজমদের কোচের চাকরি ছাড়েন মিকি আর্থার। তার সঙ্গে থাকা গ্র্যান্ট ব্রার্ডবার্নকেও সরিয়ে দেয় পিসিবি। এরপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে কোচ হিসেবে পাঠানো হয় ডিরেক্টর মোহাম্মদ হাফিজকে। দুই দেশের ব্যর্থ হওয়ায় হাফিজকে চাকরি থেকে সরিয়ে দেয় পিসিবি।


এরপর বেশ কয়েকজনের সঙ্গে চেষ্টা চালালেও প্রধান কোচ নিয়োগ দিতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড। গুঞ্জন আছে পাকিস্তানের কোচ হতে পারেন অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পি এবং সাউথ আফ্রিকার গ্যারি কারস্টেন। যেখানে লাল বলের দায়িত্ব সামলাবেন গিলেস্পি এবং সাদা বলের কোচ হবেন কারস্টেন।



ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য কারস্টেন যখন ব্যস্ত থাকবেন তখন তিন ফরম্যাটেই কোচ হিসেবে কাজ করবেন গিলেস্পি। এদিকে চলতি মাসেই পাকিস্তান সফরে আসছে নিউজিল্যান্ড। ১৮ এপ্রিল থেকে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রাওয়ালপিন্ডিতে ১৮, ২০, ২১ এবং লাহারে খেলা হবে ২৫ ও ২৭ এপ্রিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball