promotional_ad

‘উসমান পাকিস্তানে খেলার যোগ্য, সে এখানেই খেলবে’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টানা পাঁচ হারে তলানিতেই থাকল ঢাকা

৯ জানুয়ারি ২৫
চিটাগং কিংসকে জিতিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ মিঠুন ও শামীম হোসেন পাটোয়ারী, ক্রিকফ্রেঞ্জি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভালো করায় কদিন আগে নিউজিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছেন উসমান খান। সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলার স্বপ্নে বিভোর থাকা ডানহাতি এই ব্যাটারের কাকুল ক্যাম্প যোগ দেয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। যার ফলে ইসিবির আয়োজিত টুর্নামেন্টে ৫ বছর নিষিদ্ধ হয়েছেন উসমান। ইসিবিতে নিষিদ্ধ হলেও পাকিস্তানের ক্রিকেটে তার দারুণ সম্ভাবনা দেখছেন দেশটির চেয়ারম্যান মহসিন নাকভি।


পাকিস্তানের করাচিতে ক্রিকেটের হাতেখড়ি হলেও কোনভাবেই নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছিলেন না উসমান খান। ক্রিকেটার হওয়ার স্বপ্নের পিছু তাড়া করতে অভিমান থেকে পাকিস্তান ছাড়েন ডানহাতি এই ওপেনার। করাচির ক্লাব ক্রিকেটের সীমানা পেরিয়ে শীর্ষ পর্যায়ে যেতেই ধুঁকতে হয়েছে ‍উসমানকে। ২০১৭ সালে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার পর আর সুযোগ পাচ্ছিলেন না তিনি।


পাকিস্তানে নিজেকে প্রমাণ করতে না পেরে নিজের জন্মভূমি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ডানহাতি এই ওপেনার। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পরই বদলে যান উসমান। মারকুটে ব্যাটিংয়ে রাতারাতি পরিচিতিও পেতে থাকেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে শুরু করে পিএসএল, সবখানেই নিজের ছাপ রেখেছেন উসমান। টি-টেন কিংবা ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতেও বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি।



promotional_ad

সবশেষ পিএসএলে মুলতান সুলতানসের হয়ে মাত্র ৭ ইনিংসে ১০৭.৫ গড় এবং ১৬৪.১২ স্ট্রাইক রেটে ৪৩০রান করেছেন ডানহাতি এই ওপেনার। যেখানে দুটি সেঞ্চুরিও আছে তার। উসমানের চেয়ে বেশি রান করেছেন কেবল বাবর আজম। এদিকে পাকিস্তানে জন্ম হলেও এবারের পিএসএলে উসমান খেলেছেন বিদেশি ক্রিকেটার হিসেবে। আইসিসির নিয়মে তিন বছর আরব আমিরাতে অবস্থান করলে তাদের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে পারেন।


আরো পড়ুন

‘রিজওয়ান তুমি ফেরারি থেকে রিকশায় নেমে এসেছো’

২ মার্চ ২৫
পাকিস্তানের জার্সিতে রিজওয়ান, আইসিসি

এদিকে সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে এখনও ১৪ মাস বাকি ছিল তার। এমন সময় পিএসএলে দারুণ পারফরম্যান্স করে নিউজিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে ডাকা হয় উসমানকে। পাকিস্তানের ক্যাম্পে যোগ দিয়ে ইসিবির সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করে দেশটির ক্রিকেট বোর্ড। তারপর এক বিবৃতিতে দিয়ে উসমানকে নিষিদ্ধ করেছে ইসিবি।


আরব আমিরাত কর্তৃক ৫ বছরের জন্য নিষিদ্ধ হলেও পিসিবি চেয়ারম্যান নাকভি নিশ্চিত করেছেন, পাকিস্তানের খেলার যোগ্যতা রয়েছে উসমান খানের। তিনি বলেন, ‘উসমান খান পাকিস্তানের হয়ে খেলার জন্য যোগ্য এবং সে এই দলের হয়েই খেলবে।’


এর আগে এক বিবৃতিতে ইসিবি বলেছে, ‘উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা নিয়ে মিথ্যা বর্ণনা দিয়েছে। সে ইসিবি কর্তৃক সুবিধা গ্রহণ করেছে, এটা স্পষ্ট সে আর ইসিবির হয়ে খেলতে চায় না কিংবা সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে হলে বাকি যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেটা শেষ করতে চায় না।’



স্থানীয় ক্রিকেটার হিসেবে চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলেছিলেন উসমান। দ্বিতীয় মৌসুমে খেললেও এরপর থেকে আগামী ৫ বছর খেলতে পারবেন না তিনি। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির পাশাপাশি টি-টেনেও খেলতে দেখা যাবে না তাকে। সেই সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে দেখা যেতে পারে তাকে। এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল মাতিয়ে গেছেন উসমান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball