একটা জয় দরকার ছিল, এটা কেবলই শুরু: হার্দিক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটবিশ্বকে আইপিএল বর্জন করতে বলছেন ইনজামাম
২ মার্চ ২৫
মাঠ এবং মাঠের বাইরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। মুম্বাই ইন্ডিয়ান্সে নিজের দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই মুদ্রার ওপিঠ দেখতে শুরু করেছেন এই অলরাউন্ডার। প্রথম তিন ম্যাচে দল হারার পর অবশেষে জয়ের দেখা পেলেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জয়ের পর মুম্বাইয়ের নয়া অধিনায়ক বললেন, 'এটা কেবলই শুরু'!
দিল্লির বিপক্ষে দাপট দেখিয়েই জিতেছে মুম্বাই। আগের ব্যাটিং করে পাঁচ উইকেটে ২৩৪ রান তুলেছে দলটি। জবাবে দিল্লি থামে ৮ উইকেটে ২০৫ রানে। ফলে ম্যাচটি ২৯ রানে জিতে নেয় পাঁচবারের শিরোপাজয়ীরা।
ম্যাচ শেষে হার্দিক বলেন, ‘অনেক পরিশ্রম করেছি। আমরা মানসিক দিক থেকে বিভ্রান্ত হইনি। আমাদের পরিকল্পনা যে সঠিক, সেটা নিশ্চিত করেছি। ইনটেন্টও ঠিক। আজ (গতকাল) এমন একটি দিন ছিল যে সবকিছু ক্লিক করেছে।’

‘সবাই জানে, আমরা তিনটি ম্যাচ হেরেছি। কিন্তু আমরা সবাই সবাইকে সমর্থন করে গেছি, নিজেদের ওপর বিশ্বাস রেখেছি। এটা ছিল দারুণ বিষয়। আমাদের শুধু একটি জয় প্রয়োজন ছিল এবং এটা মাত্র শুরু।’
দিল্লির বিপক্ষে জিতলেও মাঠে দুয়ো শোনাটা অবশ্য বন্ধ হচ্ছে না হার্দিকের। নিজেদের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে টস করতে নেমেই দুয়ো শোনেন হার্দিক। পরে তিনি বোলিং করার সময় মাঠে কুকুর ঢুকে পড়লে স্টেডিয়ামের দর্শকরা কুকুরকে লক্ষ্য করে 'হার্দিক..হার্দিক' স্লোগান দিতে থাকে।
এখানেই শেষ নয়। হার্দিকের প্রতি মানুষের ক্ষোভ দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। একটি ভিডিওতে দেখা যায়, হার্দিকের ছবি বড় পর্দাতে আসতেই মানুষ তাদের জুতা নিক্ষেপ করে। মূলত হার্দিকের কাছে রোহিত শর্মা মুম্বাইয়ের নেতৃত্ব হারানোয় অসন্তোষ ভারতের সমর্থকদের বিশাল একটি অংশ।
মাঠে এমনও হয়েছে, হার্দিকের দুয়ো শোনার পর রোহিতের অনুরোধে দুয়ো দেয়া বন্ধ করে দর্শক। দিল্লির বিপক্ষে ম্যাচের সময়ও 'দুয়ো' শোনা বন্ধ হয়নি হার্দিকের। ভারতের সাবেক ক্রিকেটাররা হার্দিকের পাশে থাকলেও রোহিত সমর্থকদের রোষানলের মাঝেই আছেন এই অলরাউন্ডার।