‘যেমনটা দরকার ছিল, কোহলি তেমনই খেলেছে’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘কোহলির মতো না হলেও পাকিস্তানে বাবরের চেয়ে ভালো কেউ নেই’
২৮ ফেব্রুয়ারি ২৫
রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেঞ্চুরি করে চলতি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষস্থানে উঠে গেছেন বিরাট কোহলি। যদিও কোহলির এই সেঞ্চুরি নিয়ে সমালোচনা চলছেই। মূলত ধীরগতিতে ইনিংস খেলে সমালোচিত হচ্ছেন কোহলি। যদিও তার ইনিংসে কোনো ভুল দেখছেন না মাইকেল ক্লার্ক।
আইপিএলে রেকর্ডের হিসাবে এটি অবশ্য এই টুর্নামেন্টের ধীরতম সেঞ্চুরি। গতকাল ৬৭ বলে সেঞ্চুরি করেন কোহলি। যা মানিষ পান্ডের সঙ্গে যৌথভাবে আইপিএলের মন্থরতম সেঞ্চুরি। ২০০৯ সালের আইপিএলে ৬৭ বলে সেঞ্চুরি করেছিলেন পান্ডে। সেবার ছিল আইপিএলের দ্বিতীয় আসর।

লম্বা সময় পরে এবার মানিষের পাশেই বসলেন কোহলি। ভারতীয় এই ব্যাটার ইনিংস শেষ করেছেন ৭২ বলে ১১৩ রান করে। স্ট্রাইক রেট দেড়শর উপরে থাকলেও কোহলির ইনিংস নিয়ে সমালোচনা চলছে। কেননা পাঁচ বল বাকি থাকতে ম্যাচটি হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
দুবাই ঘরের মাঠ নয়, এখানে আমরা বেশি ম্যাচ খেলি না: রোহিত
১০ মিনিট আগে
এদিকে বেঙ্গালুরুর ইনিংসে গতকাল ব্যাটিংয়েই নামেননি দীনেশ কার্তিক এবং রজত পতিদারের মতো ফিনিশাররা। নবাগত সৌরভ চৌহান ৬ বলে ৯ করে ফিরে যান। ক্যামেরন গ্রিন পাঁচে নেমে করেন ৬ বলে ৫ রান। এতে তিন উইকেটে ১৮৩ রান নিয়ে ইনিংস শেষ করে বেঙ্গালুরু।
বেঙ্গালুরুর ব্যাটিং অর্ডারের সমালোচনা করে ক্লার্ক বলেন, 'আমি কোহলির দোষ দেবো না। সে দারুণ খেলেছে। আমার মনে হয় তার যেমন খেলা দরকার ছিল, সে তেমনটাই খেলেছে। তার আশপাশে অন্যান্য ব্যাটাররা সেভাবে রান করছে না। তারা সেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে খেলছে না বা সেরকম স্বাধীনভাবেও খেলছে না।'
'আমি মনে করি, বেঙ্গালুরু ১৫ রান কম করেছে। তাদের কিছু সিদ্ধান্ত বুঝতে পারাটা খুব কষ্টকর ছিল। আপনার দলে কার্তিকের মতো ফিনিশার আছে, আমি জানি না কেন সে ম্যাক্সওয়েলের পরপর নামলো না। তার আসলে গ্রিনের আগে নামা দরকার ছিল। এই সিদ্ধান্তটা অবাক করার মতো ছিল।'