বাটলার সীমিত ওভারে বিশ্বের সেরা ওপেনার: সাঙ্গাকারা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের আইপিএলে দারুণ ছন্দে আছে রাজস্থান রয়্যালস। চার ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেয়েছে তারা। পয়েন্ট টেবিলে আছে সবার উপরে। যদিও ওপেনারদের ফর্ম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটির। প্রথম তিন ম্যাচে জস বাটলারের ব্যাট থেকে এসেছে মোটে ৩৫ রান। আর আরেক ওপেনার ইয়াসভি জায়সাওয়াল চার ম্যাচে করেছেন ৩৯ রান।
এমন পারফরম্যান্সের পর বাটলারদের ওপর বিশ্বাস ছিল রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রি???েট কুমার সাঙ্গাকারার। বিশেষ করে জস বাটলারের প্রশংসা করেছেন তিনি। তার মতে সাদা বলে ওপেনিংয়ে বাটলারের চেয়ে ভালো কেউ নেই বিশ্বে। সাঙ্গাকারা মনে করেন ফর্মের ব্যাপারটি অনেকাংশেই মানসিক। এই জায়গায় উন্নতি করেই সেঞ্চুরি পেয়েছেন বাটলার।

ম্যাচ শেষে বাটলারের প্রশংসা করে সাঙ্গাকারা বলেন, 'সবার সঙ্গেই কখনও না কখনও আলোচনার প্রয়োজন পড়ে। তবে আলোচনা মানেই সবসময় ক্রিকেট নিয়ে বা টেকনিক নিয়ে কিংবা এই ধরনের কিছু নিয়ে নয়। ফর্মের ব্যাপারটি অনেকটাই হলো আসলে মানসিক অবস্থা।'
তিনি যোগ করেন, 'সাদা বলে বিশ্ব ক্রিকেটের সেরা ওপেনার জস এবং অনেক বছর ধরেই (সেরা হয়ে) আছে। সে খুবই স্মার্ট, খুব ভালো করেই জানে কীভাবে কী করতে হয়। আর কখনও কখনও আশপাশের আলোচনা এড়িয়ে তাকে নিজের মতো থাকতে দিতে হয়। জসের ক্ষেত্রে সবকিছুরই ভালো সমন্বয় ছিল আমাদের।'
টি-টোয়েন্টিতে ওপেনিং করলেও ইংল্যান্ডের ওয়ানডে দলে চার নাম্বারের ওপরে খেলেননি বাটলার। সীমিত ওভারের ক্রিকেটে বাটলার বরাবরই ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করেন। ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্বও রয়েছে বাটলারের কাঁধে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার নেতৃত্বে খেলতে চলেছে ইংল্যান্ড। বাটলারের আইপিএল ফর্ম দারুণভাবেই কাজে লাগবে বিশ্বকাপে। আগামী জুন-জুলাইতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এই বিশ্ব আসরে ইংল্যান্ডের পারফরম্যান্স নির্ভর করছে বাটলারের ওপর।