promotional_ad

‘আমার ছেলে ফিক্সিং করলে তাকেও মেনে নেব না’, আমিরের ফেরা নিয়ে রমিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘রিজওয়ান তুমি ফেরারি থেকে রিকশায় নেমে এসেছো’

২ মার্চ ২৫
পাকিস্তানের জার্সিতে রিজওয়ান, আইসিসি

গত এক মাসের মধ্যে পাকিস্তানের দুজন ক্রিকেটার অবসর ভেঙে ফিরেছেন। এরা হলেন ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ আমির। দুজনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা করে ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ইমাদ ফেরাতে খুশি হলেও আমিরের অবসর ভেঙ্গে ফেরায় খুশি হতে পারছেন না রমিজ রাজা।


শেষ দুই মাসের মধ্যে পাকিস্তান ক্রিকেটে অবশ্য অনেক ঘটনাই ঘটেছে। মহসিন নাকভি পিসিবির চেয়ারম্যান হওয়ার পর থেকে পাকিস্তানের নেতৃত্বেও পরিবর্তন এসেছে। শাহিন শাহ আফ্রিদির জায়গায় ওয়ানডে ও টি–টোয়েন্টি অধিনায়ক হয়েছেন বাবর আজম।



promotional_ad

পাকিস্তান ক্রিকেটে ঘটে যাওয়া নানান ঘটনা নিয়েই কথা বলেছেন রমিজ। এর মধ্যে ইমাদের জাতীয় দলে ফেরার পক্ষে থাকলেও আমিরকে স্বাগত জানাতে রাজি নন রমিজ। মূলত ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার কারণেই আমিরকে পাকিস্তান দলের আশপাশে চান না রমিজ। ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং করে ৫ বছরের জন্য নিষিদ্ধ ছিলেন আমির।


আরো পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবার অবসর নিলেন ইমাদ ওয়াসিম

১৩ ডিসেম্বর ২৪
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন ইমাদ ওয়াসিম।

রমিজ রাজা বলেন, ‘ইমাদের ব্যাপারে আমার কোনো সমস্যা নেই। সে পিএসএলে খুবই ভালো করেছে। সে বুদ্ধিমান এবং প্রতিভাবান। আমিরের ব্যাপারে আমার মতামত একদম পরিষ্কার। ওর জন্য আমার সহানুভূতি আছে, কিন্তু ক্ষমা নেই। আল্লাহ না করুক, আমার ছেলেও যদি এ ধরনের কাজে জড়ায়, তাকে আমি মেনে নেব না।’


‘আমার মনে পড়ে এই খেলোয়াড়েরা (সালমান বাট ও মোহাম্মদ আসিফসহ) যখন ফিক্সিং করে, আমি তখন লর্ডসে ধারাভাষ্য দিচ্ছি। তাদের পরিচয়ের কারণে মানুষ আমাকে ঘৃণা করতে শুরু করল। পরের এক বছর গণমাধ্যমেও আমরা যে পরিমাণ সমালোচিত হয়েছি, আমি সেটা কখনোই ভুলব না।’



গত বছরের নভেম্বরে আচমকা অবসর নেন ইমাদ। গত মাসে পিএসএলে অসাধারণ খেলার পর পিসিবির সঙ্গে কথা বলে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তিনি। আমির অবশ্য অবসর নেন ২০২০ সালের ডিসেম্বরে, তখনকার টিম ম্যানেজমেন্টের ওপর মানসিক নির্যাতনের অভিযোগ এনে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball