promotional_ad

‘উইকেট স্লো’, এ কারণেই বোলারদের ওপর চওড়া হন অভিষেক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক সিরিজেই ৯৯ থেকে দুইয়ে অভিষেক

৫ ফেব্রুয়ারি ২৫
সেঞ্চুরি করে অভিষেক শর্মার উদযাপন, বিসিসিআই

শুক্রবার রাতের ম্যাচে চেন্নাই সুপার কিংসের মতো শক্তিশালী দলকে খুব সহজেই হারিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। মূলত অভিষেক শর্মার ১২ বলে খেলা ঝড়ো একটি ইনিংসেই চেন্নাইকে সহজে হারায় হায়দরাবাদ। ম্যাচ শেষে এই ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে অভিষেক জানান, উইকেট স্লো হওয়ার কারণেই বোলারদের ওপর চওড়া হয়েছিলেন তিনি।


১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিং করা হায়দরাবাদ রীতিমতো উড়ন্ত সূচনা পায় অভিষেক এবং ট্রাভিস হেডের ব্যাটে। মাত্র ২.৪ ওভার পর্যন্ত স্থায়ী হওয়া এই জুটি রান তোলে ৪৬। মাত্র ১২ বলে ৩৭ রান করেন অভিষেক।



promotional_ad

তরুণ এই ওপেনারের ইনিংসে ছিল তিনটি চার ও চারটি ছক্কার মার। ১২ বলে খেলা এই ইনিংসটির কারণে পরবর্তীতে খানিকটা রয়েসয়ে হলেও লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ। ম্যাচ সেরার পুরষ্কারও জিতে নেন অভিষেক।


আরো পড়ুন

দুবাই ঘরের মাঠ নয়, এখানে আমরা বেশি ম্যাচ খেলি না: রোহিত

১ ঘন্টা আগে
জাতীয় সংগীতের সময় ভারত, ফাইল ফটো

তিনি বলেন, 'বোলিংয়ের সময়ই আমরা বুঝতে পেরেছি, এটা খুবই স্লো উইকেট। তাই আমরা পাওয়ার প্লে'তে সুযোগ নিতে চেয়েছি। আইপিএলের আগেই আমাদের প্রস্তুতির ভালো একটি সুযোগ ছিল। আমরা জানতাম উইকেট আরও স্লো হবে যদি আমরা বোলারদের ওপর চড়াও না হই।'


'কেননা এটা বোলারদের জন্যেও কঠিনই হবে। বড় রান করাটা ম্যাচের পার্থক্য গড়ে দেয়। তবে আমি আজকে ফ্লো'তে নজর দিয়েছি। এভাবে খেলার জন্য আমি আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। আমার বাবাকে ধন্যবাদ, যুবরাজ (যুবরাজ সিং) পা'জি এবং ব্রায়ান লারাকে ধন্যবাদ।'



এ দিন উইকেট ছিল ধীরগতির। বল ঠিকভাবে ব্যাটে আসছিল না। চেন্নাইয়ের ইনিংসে উল্লেখ করার মতো রান করেছেন কেবল শিভম দুবে। ২৪ বলে ৪৫ রান করে ফিরে যান তিনি। এ ছাড়া আজিঙ্কা রাহানের ৩০ বলে ৩৫ এবং রবীন্দ্র জাদেজার ২৩ বলে অপরাজিত ৩১ রানের কারণে লড়াই করার মতো পুঁজি পায় চেন্নাই।


তবে অভিষেকের শুরুর ঝড়ে সবকিছুই ম্লান হয়ে যায়। দলটির হয়ে ২৪ বলে ৩১ রান করেন ট্রাভিস হেড, এ ছাড়া ৩৬ বলে ৫০ রান আসে এইডেন মার্করামের ব্যাটে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball