এক-দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে মিলার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইপিএলের মাঝ পথে বড় ধাক্কা খেল গুজরাট টাইটান্স। চোটের কারণে প্রায় দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ডেভিড মিলার। এমনটাই জানিয়েছে গুজরাটের ব্যাটার কেন উইলিয়ামসন। এই চোটের কারণেই পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলা হয়নি মিলারের।


এই প্রোটিয়া ব্যাটারের পরিবর্তে এই ম্যাচে খেলেছিলেন কেন উইলিয়ামসন। তবে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি তিনি ২২ বলে ২৬ রান করেই শেষ হয়েছে তার এই ইনিংস। ২০২২ সাল থেকেই গুজরাট দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন মিলার।


promotional_ad

এবারের আইপিএলেও ভালো শুরু পেয়েছিলেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৭ বলে ৪৪ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি। এর আগে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৬ বলে ২১ রানের ইনিংস খেলেছিলেন এই প্রোটিয়া মারকুটে ব্যাটার।


এমন ফর্মে থাকা মিলারকে একাদশের বাইরে রাখার কোনো পরিকল্পনাই ছিল না ফ্র্যাঞ্চাইজিটির। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের মাঝপথে উইলিয়ামসন মিলারকে নিয়ে বলেন, 'ছেলেদের সঙ্গে মাঠে নামতে পেরে ভালো লাগছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা ডেভিডকে (মিলার) এক বা দুই সপ্তাহের জন্য পাচ্ছি না।'


পাঞ্জাবের বিপক্ষে আগে ব্যাট করে ১৯৯ রান সংগ্রহ করেছিল গুজরাট। অধিনায়ক শুভমান গিল ৪৮ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। তবে এই ম্যাচ ৩ উইকেটে হেরে গেছে গুজরাট। মূলত শশাঙ্ক সিংয়ের ঝড়ো ব্যাটিংয়ের কাছেই পরাজিত হতে হয়েছে তাদের।


এই ম্যাচে ৬৮ বলে ১৩০ রান প্রয়োজন ছিল পাঞ্জাবের। সেখান থেকেই ২৯ বলে ৬১ রানের ইনিংস খেলে পাঞ্জাবকে স্মরণীয় জয় উপহার দিয়েছেন শশাঙ্ক। এরপর ম্যাচসেরাও হয়েছেন তিনি। এমন ম্যাচে নিশ্চিতভাবেই মিলারকে মিস করেছে গুজরাট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball