মুম্বাই দলে যোগ দিচ্ছেন সূর্যকুমার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধীনে এবারের আইপিএলটা ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে আইপিএলের সফলতম দলটি। আইপিএলের ১০ দলের মধ্যে জয়হীন একমাত্র রোহিত শর্মা-জসপ্রিত বুমরাহদের দলটি।
এমন মুহূর্তেই দলটির সঙ্গে যোগ দিতে যাচ্ছেন মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদব। তিনি বেঙ্গালুরুতে ন্যাশনাল একাডেমীতে নিজের পুনর্বাসন চালিয়ে যাচ্ছিলেন। এই ব্যাটারকে এরই মধ্যে ফিট ঘোষণা করেছেন চিকিৎসকরা। ফলে তার আইপিএলে খেলতে বাধা নেই বলে জানিয়েছে ক্রিকবাজ।

সবকিছু ঠিক থাকলে শুক্রবারই তার দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটার স্পোর্টস হার্নিয়ার সমস্যায় ভুগছিলেন। এ কারণে তাকে অস্ত্রোপচারও করাতে হয়েছে। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন সূর্যকুমার।
গত বছরের ডিসেম্বরে সর্বশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে দেখা গিয়েছিল তাকে। প্রোটিয়াদের ১০৬ রানে হারানোর ম্যাচে ৫৬ বলে বিধ্বংসী ১০০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সূর্যকুমারের ফিট হওয়ার খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসও।
তাদের বিসিসিআইয়ের একটি সূত্র বলেছেন, ‘সে এখন ফিট। জাতীয় ক্রিকেট একাডেমি তাকে কিছু ম্যাচ খেলিয়েছে, তাতে সূর্যকে ভালোই মনে হয়েছে। সে মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিতে পারে। আমরা এটা নিশ্চিত করতে চেয়েছি, সে যখন মুম্বাইতে যোগ দেবে, তখন যেন শতভাগ ফিট থাকে।’
রবিবার নিজেদের চতুর্থ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামতে চলেছে মুম্বাই। এর আগে মুম্বাই দলের অনুশীলনে যোগ দেবেন সূর্যকুমার। সেখানে নিজেকে প্রমাণ করতে পারলেই একাদশে জায়গা পাবেন এই মারকুটে ব্যাটার।