promotional_ad

শেখ জামালের কাছে মাশরাফিদের হার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাইফ হাসান, রবিউল ইসলাম রবিদের ব্যর্থতার দিনে টপ অর্ডারে একাই লড়লেন সৈকত আলী। চার-ছক্কার পসরা সাজিয়ে বসলেও শেষ পর্যন্ত সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে তাকে। সৈকতের ৯৩ রানের ইনিংসের সঙ্গে ইয়াসির আলী রাব্বি ৪০ এবং জিয়াউর রহমানের ক্যামিও ইনিংসে ২৪৭ রানের পুঁজি পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আড়াইশ ছোঁয়া লক্ষ্য তাড়ায় লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে লড়লেন আমিনুল ইসলাম বিপ্লব ও মেহেদী হাসান রানা। বিপ্লবের ৬৪ রানের সঙ্গে মেহেদীর ৪৯ রানের ইনিংসের পরও ৬০ রানে হারতে হয়েছে মাশরাফি বিন মুর্তজার রূপগঞ্জকে।


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে জয়ের জন্য ২৪৮ রান তাড়ায় শুরুটা বেশ ভালো করেছিলেন ফারদিন হাসান অনি এবং তৌফিক খান তুষার। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৪৫ রান। ইনিংসের ১২তম ওভারে গিয়ে নিজেদের প্রথম উইকেট হারায় তারা। টিপু সুলতানের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন ২৬ বলে ২৯ রান করা তুষার।



promotional_ad

তিনে নেমে সুবিধা করতে পারেননি চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। তরুণ এই ব্যাটার ফিরেছেন ১২ বলে মাত্র ১ রানে। বাংলাদেশের হয়ে যুব এশিয়া কাপ জেতা রিজওয়ানকে ফিরিয়েছেন সাইফ, জিয়াউরের হাতে ক্যাচ বানিয়ে। ওপেনার ফারদিনও আউট হয়েছেন রিজওয়ান সাজঘরের পথে হাঁটার পরই। ৪৫ বলে ১৬ রান করা তরুণ এই ওপেনারকে নিজের শিকার বানিয়েছেন তাইবুর রহমান।


৪৫ রানের উদ্বোধনী জুটি গড়া রূপগঞ্জ দলের রান পঞ্চাশ হওয়ার আগেই হারিয়েছে টপ অর্ডারের তিন ব্যাটারকে। পঞ্চাশ পেরোতেই আরও দুজনকে হারায় তারা। মাত্র ৪ রানে প্যাভিলিয়নের পথে হেঁটেছেন সাদমান ইসলাম। দারুণ ছন্দে থাকা শামীম হোসেন পাটোয়ারি আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে রূপগঞ্জ। বিপ্লব এবং শুভাগত হোম মিলে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা খুব বেশি বড় হয়নি।


দলের রান একশ হওয়ার আগে আউট হয়েছেন ১২ রান করা শুভাগত। একই পথে হেঁটেছেন শহিদুল ইসলাম ও মাশরাফি। তাদের দুজনের কেউই বিপ্লবকে সঙ্গ দিতে পারেননি। ৯৩ রানে ৮ উইকেট হারানোর পর ৮৮ রানের জুটি গড়েন বিপ্লব এবং মেহেদী। ৬৪ রানের ইনিংস খেলা বিপ্লবের ভাঙে তাদের এই জুটি। হাফ সেঞ্চুরির আগে ৪৯ রানে মেহেদী ফিরলে ১৮৭ রানে অল আউট হয় রূপগঞ্জ। শেখ জামালের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন টিপু এবং সাইফ।



এর আগে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানের ‍পুঁজি পায় শেখ জামাল। বর্তমান রানার্স আপদের হয়ে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলেছেন সৈকত। এ ছাড়া ইয়াসির ৪০, জিয়াউর ৪০ এবং নুরুল হাসান সোহান করেছেন ২৬ রান। রূপগঞ্জের হয়ে ৪৪ রানে ৪ উইকেট নিয়েছেন আল আমিন হোসেন। ব্যাট হাতে ৬৪ রান করা বিপ্লবের শিকার ২ উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball