গতির ঝড় তোলা মায়াঙ্ককে বিশ্বকাপ দলে চান শেবাগ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতির ঝড় তুলে আলোচনায় এসেছেন ভারতীয় পেসার মায়াঙ্ক যাদব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হতভম্ব করে বোল্ড করে দিয়েছেন তিনি। সেই ম্যাচে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছিলেন মায়াঙ্ক।
তার বাকি দুই শিকার গ্লেন ম্যাক্সওয়েল ও রজত পাতিদার। এর আগে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম ম্যাচে বেশ কয়েকটি ঘণ্টায় দেড়শ কিলোমিটার ছাড়ানো বল করে সবার নজর কেড়ে নেন ২১ বছর বয়সী এই পেসার।
লক্ষ্ণৌয়ের এই পেসারের বোলিংয়ের মুগ্ধ হয়েছেন ভারতের সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ। তিনি দ্রুতই এই পেসারকে জাতীয় দলে দেখতে চান। ক্রিকবাজের এক আলোচনা অনুষ্ঠানে মায়াঙ্ককে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি। একই অনুষ্ঠানে ছিলেন আরেক ক্রিকেটার মনোজ তিওয়ারি।

তিনি শুরুতে বলেন, 'গ্রিন ভয় নিয়ে খেলেছে, দেখুন সে সরে গিয়েছিলো, লাইনেই ছিলো না গতির কারণে। সে আতঙ্ক ছড়াচ্ছে, আইপিএল জুড়ে এখন মায়াঙ্ক আতঙ্ক।'
তার সঙ্গে একমত হয়ে শেবাগ বলেন, 'ওটা তো ছিলো এক নম্বর ডেলিভারি, ওটা এবং ম্যাক্সওয়েলেরটাও, একদম ক্লাস। গ্রিনের টপ অব অফ স্টাম্প উড়ে গেল। সে বলই দেখতে পায়নি। এক্স ফ্যাক্টর বলব আমি। প্রথম ওভারেই ২ উইকেট। এরপর আরও দুটি।'
এক পর্যায়ে উপস্থাপক জানান প্রথম ওভারে একটি ছিল রান আউট। শেবাগ পান্টা উত্তরে বলেন, 'ওটাও তার প্রভাবেই হয়েছে। ব্যাটে বল লাগিয়েই ব্যাটার হুড়োহুড়ি করে প্রান্ত বদল করতে গিয়েছে, বাকি পাঁচ বল না খেলার জন্য। তাতেই রান আউট। দুই ম্যাচেই সে এক্স ফ্যাক্টর ছিলো। দুই ম্যাচই সে দলকে জিতিয়েছে। নিচের ব্যাটারদের নয়, একদম টপ অর্ডার আউট করছে।'
আইপিএলের পরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইনফর্ম এই বোলারকে সরাসরি বিশ্বকাপের মঞ্চে চাইছেন মনোজ। তিনি মনে করেন এখনই তাকে দলে নিলে খুব একটা তাড়াহুড়ো হবে না। অজিত আগারকারের জায়গায় থাকলে এই পেসারের নামই সবার আগে রাখতেন মনোজ।
তিনি নিজের যুক্তি দিয়ে বলেছেন, 'না না, তাড়াতাড়ি হবে না (দলে নিলে)। আমি যদি অজিত আগারকারের জায়গায় থাকতাম, ওর নাম প্রথমেই লিখতাম। জাসপ্রিট বুমরাহ, মোহাম্মদ শামি এরপর সে, এরপর বাকিরা। সিরাজকে নিব না, তার ছন্দটা ভালো যাচ্ছে না। তাকে (মায়াঙ্ক) নিলে সে করে দেখাবে। আইপিএলে বড় বড় আন্তর্জাতিক খেলোয়াড়রা খেলে। কাজেই এটা বড় এক মঞ্চ পরীক্ষার জন্য।'
দারুণ গতি নিয়ে জাতীয় দলে এসেছিলেন উমরান মালিকও। তবে ১০টি ওয়ানডে আর ৮টি টি-টোয়েন্টিতেই থেমে আছে তার ক্যারিয়ার। শেবাগ মনে করেন উমরানের শুধু গতিই ছিল। মায়াঙ্কের গতির সঙ্গে আছে বলের প্রতি নিয়ন্ত্রণ। এ কারণে এই পেসারের দারুণ ভবিষ্যৎ দেখছেন সাবেক এই ভারতীয় ওপেনার।
তিনি বলেন, 'উমরান মালিক এসেও দারুণ গতি দেখিয়েছিল। কিন্তু উমরানের সঙ্গে তার পার্থক্য হচ্ছে লাইন লেন্থে। উমরান ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছে, তবে তার লাইন লেন্থ ঠিক নেই। মায়াঙ্কের লাইন লেন্থ ঠিকঠাক। এটা আমাকে বেশি মুগ্ধ করেছে। এজন্য মনোজের সঙ্গে আমি একমত যে আইপিএলের পর তাকে সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট খেলানো উচিত যদি সে ফিট থাকে।'