promotional_ad

‘আমাদের পেসারদের উইকেট নেয়ার জন্য ঘাসের প্রয়োজন নেই’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

গলে স্পিন উইকেট বানিয়ে ‘শিক্ষা’ হয়ে গেছে শ্রীলঙ্কার

৯ ফেব্রুয়ারি ২৫
দুই টেস্টেই ব্যর্থ লঙ্কান ব্যাটাররা

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১৯২ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এর আগে সিলেট টেস্টেও লঙ্কানরা জিতেছিল ৩২৮ রানের বিশাল ব্যবধানে। এই দুই টেস্টেই বাংলাদেশী ব্যাটারদের বিপদে ফেলে লঙ্কান পেস বোলাররা। সিরিজ শেষে তাদের ভূয়সী প্রশংসা করেছেন ধনঞ্জয়া ডি সিলভা।


পুরো সিরিজে লঙ্কান পেসারদের সামনে সেভাবে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। নতুন বলে বা পুরোনো হয়ে যাওয়া বলে যেকোনো সময়েই বাংলাদেশের ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন শ্রীলঙ্কার পেসাররা।


দুই টেস্ট মিলিয়ে শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার লাহিরু কুমারা। ১২.৬৩ গড়ে তিনি নিয়েছেন ১১ উইকেট। ১৬.১০ গড়ে ১০ উইকেট নিয়েছেন বিশ্ব ফার্নান্দো। এ ছাড়া শুধুমাত্র প্রথম টেস্ট খেলে ১৪ গড়ে আট উইকেট নেন কাসুন রাজিথা।



promotional_ad

দ্বিতীয় টেস্ট ইনজুরির কারণে খেলেননি রাজিথা। তার বদলে চট্টগ্রাম টেস্টে ডাক পান আসিথা ফার্নান্দো। তিনি নেন চার উইকেট। সবমিলিয়ে চার টেস্টে ৩৩ উইকেট নিয়েছেন লঙ্কান পেসাররা। তাদের এমন সাফল্যে গর্বিত ধনঞ্জয়া।


আরো পড়ুন

বিসিবির কাছে ৪৮ লাখ টাকা পাবেন সাকিব

১ ঘন্টা আগে
বোলিং অনুশীলনে সাকিব আল হাসান, ফাইল ফটো

তিনি বলেন, 'মৃত উইকেটে একজন স্পিনারকে খেলানোর চাইতে আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলানোর পক্ষে আমি। আর তাই ফাস্ট বোলারই আমার পছন্দ। এ কারণে আমরা তিন পেসার নিয়ে খেলেছি। আমাদের পেসারদের ভালো করার জন্য উইকেটে ঘাস থাকার প্রয়োজন নেই। তারা এই বিষয়টি প্রমাণও করেছে।


'এখানে উইকেট পাওয়া সহজ নয়। এখানে সূর্যের তাপ অনেক বেশি। এই উইকেট জীবন্ত নয়। তাই আমাদের পরিশ্রম করেই উইকেট নিতে হয়েছে। আমাদের ব্যাটারদের প্রতিভা ছিল, তাই আমরা প্রথম ইনিংসে লিড পেয়েছি। এটা আমাদের বোলারদের কাজে দিয়েছে।'


সিলেট টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ধনঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস। চট্টগ্রাম টেস্টে কেউ সেঞ্চুরি না পে???েও হাফ সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কার বাকি ব্যাটাররাও। দলের ব্যাটাররা সম্মিলিতভাবে রান পাওয়ায় খুশি ধনঞ্জয়া।



তিনি আরও বলেন, 'আমরা যখন বাংলাদেশে এসেছি, তখনই বুঝেছি এখানে ব্যাটাররা রান পাবে। তাদের (ব্যাটার) পরিকল্পনায় ছিল রান করা। তারা হতাশ ছিল, কেননা সিলেটে তারা রান পায়নি। কিন্তু তারা ফিরে এসেছে। আমার জন্য অন্য বিষয়গুলো নিয়ন্ত্রণ করা সহজ ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball