promotional_ad

ফারিহার হ্যাটট্রিকের পরও হারল বাংলাদেশ, সিরিজ হাতছাড়া মেয়েদের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ব্যাটিং ব্যর্থতায় হোয়াইটওয়াশ বাংলাদেশ

১ ফেব্রুয়ারি ২৫
ব্যাটিং ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের, ফাইল ছবি

ওয়ানডে সিরিজে একপেশে লড়িয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টিতে এসে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বীতা দেখাতে সক্ষম হয় বাংলাদেশ। তারপরও এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ হারতে হল নিগার সুলতানা জ্যোতির দলকে।


জয়ের জন্য বাংলাদেশকে এদিন ১৬২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ। পাওয়ার প্লে'তে অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে দ্রুত রান তোলেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন।


এই দুজন মিলে স্কোরবোর্ডে ৩৪ রান যোগ করলেও মেগান স্কাটের বলে আউট হন মুর্শিদা। এরপর পাওয়ার প্লে শেষ হতে না হতেই বিদায় নেন সোবহানা মোস্তারি। ৪০ রানে ২ উইকেট হারিয়ে বসা বাংলাদেশ ৫০'র ভেতর হারায় আরও দুই উইকেট।



promotional_ad

অধিনায়ক নিগার ফেরেন ১০ বলে এক রানে। মাঝে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। পরের দিকের ব্যাটাররা ধীরগতিতে খেললেও শুধু পরাজয়ের ব্যবধানই কমেছে। স্বর্ণা আক্তার ১৭ বলে ২১ রান করে ফিরলে বাংলাদেশের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়।


শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৯ উইকেটে ১০৩ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। সর্বোচ্চ ২৭ রান করেন দিলারা। ৫৮ রানে হেরে সিরিজ হাতছাড়া করল মেয়েরা। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন অ্যাশলে গার্নার ও সফি মলিনিউ।


এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে পরিবর্তন আনে অস্ট্রেলিয়া। ওপেন করেন গ্রেস হ্যারিস ও ফিবি লিসফিল্ড। তবে সুবিধা করতে পারেননি লিসফিল্ড। ফারিহার বলে ক্যাচ দিয়ে ফেরেন ২ রান করে। এরপর দ্বিতীয় ইনিংসে ঝোড়ো ব্যাটিংয়ে ৯১ রানের জুটি গড়েন গ্রেস ও জর্জিয়া ওয়েরেহ্যাম। ৫৪ বলের এই জুটি ভাঙে ৩০ বলে ৫৭ রান করে ওয়েরেহ্যাম আউট হলে।


এরপর বাংলাদেশি বোলারদের তোপে দ্রুত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। গ্রেসও আউট হন ৪৭ রান করে। এতে রানের গতি অনেকটা কমে আসে। মাঝে এলিসা পেরি খেলেন ২৯ রানের ইনিংস। ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে পেরি, সোফি মলিনিউ ও বেথ মুনিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ফারিহা।



সব মিলিয়ে ৪ ওভারে এক মেডেনের সাহায্যে ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন। এর আগে ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম হ্যাট্রিকের স্বাদ পান ফারিহা। বাংলাদেশ নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম হ্যাটট্রিক করেন ফাহিমা, ২০১৮ সালে আরব আমিরাতের বিপক্ষে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball