promotional_ad

৫ বছর ধরেই মোহামেডানের চেয়ে আমরা ভালো দল বানাই: সুজন

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কয়েক দশক আগেও আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই ছিল উত্তেজনা উৎকণ্ঠা। দুই দলের সমর্থকদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামাও ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে সেই উন্মাদনা এখন আর নেই। সাধারণ দর্শকরাও এখন আবাহনী-মোহামেডানের ম্যাচ কবে সেই ব্যাপারে জানেন না।


মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান। এই ম্যাচে শক্তিমত্তায় বেশ এগিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। এবারের আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি। ৭ ম্যাচের ৭টিতেই জয় পেয়েছে তারা। অন্যদিকে মোহামেডান ৭ ম্যাচে জিতেছে ৬টিতে।



promotional_ad

আবাহনীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন মনে করেন মোহামেডানের চেয়ে শক্তিমত্তায় এগিয়ে থাকলেও মাঠেই তাদের প্রমাণ দিতে হবে। মোহামেডান দলে মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসের মতো ক্রিকেটার আছেন। দারুণ ফর্মে আছেন দলটির ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। তাই তাদের হালকা করে দেখার সুযোগ নেই।


এ প্রসঙ্গে সুজন বলেন, 'আমরা ৫ বছর ধরেই মোহামেডানের চেয়ে ভালো দল বানাই। এ কারণেই হয়তবা জয় পাই। এবার তারা অবশ্যই ভালো দল। ইমরুল কায়েস-মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটার আছে। বলতেই হবে তারা ভালো খেলছে। অঙ্কন খুব ভালো খেলছে পুরো লিগে। ওদেরও ম্যাচ উইনার-ভালো ক্রিকেটার আছে।'


আগের মতো উত্তেজনা না থাকলেও দুই দলের মধ্যে এখনও রয়েছে চাঁপা উন্মাদনা। যেহেতু দুই দলই পয়েন্ট টেবিলের উপরের দিকে রয়েছে তাই এই ম্যাচকে বড় ম্যাচ আখ্যা দিতে কার্পণ্য করেননি সুজন। দুই দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।



আবাহনীর কোচ বলেন, 'আবাহনী-মোহামেডান মানেই বড় ম্যাচ। সেই উত্তেজনাটা এখন নেই। যেটা আমরা খেলার সময় আশির দশকে বা নব্বইয়ের দশকে ছিল। দর্শক ভড়া থাকত মাঠে, খেলার আগেই অনেক জল্পনা কল্পনা হতো। তারপর আমি মনে করি আবাহনী-মোহামেডান সবচেয়ে বড় ম্যাচ। বর্তমানে পয়েন্টে মোহামেডানই আমাদের সবচেয়ে কাছে আছে। কালকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই।'


নিজেদের দল নিয়ে সুজন বলেন, 'আমি বিশ্বাস কর?? আমার দল খুব ভালো অবস্থায় আছে। তারা অনেক ভালো খেলছে। আমরা আশা করি নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারব। ম্যাচের দিন যারা ভালো খেলবে তারাই জিতবে। মোহামেডান খুবই শক্তিশালী দল। তারা ভালো খেলছে, তারাও আত্মবিশ্বাসী দল। তবুও কাগজে কলমে আমরা এগিয়ে আছি। মাঠে গিয়ে আমাদের প্রমাণ করতে হবে আমরা কেমন দল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball