চার নয় ৮ ক্রিকেটারকে রিটেইন করতে চায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মেগা নিলামের আগে দেশি-বিদেশি মিলে মোট চার ক্রিকেটারদের রিটেইন করতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিরা। টুর্নামেন্টের শুরু থেকে এই নিয়ম চলে আসলেও এটিতে পরিবর্তন চায় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। পরবর্তী মেগা নিলামের আগে ৮ ক্রিকেটারকে রিটেইন করতে চায় তারা।
আগামী ১৬ এপ্রিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে গুজরাট টাইটান্স। সেদিন আইপিএলের দলগুলোর মালিকদের ডেকে পাঠানো হয়েছে। বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে আহমেদাবাদে যাবেন ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী এবং পরিচালনা বিভাগ। তাদের সঙ্গে উপস্থিত থাকবেন আইপিএল এবং বিসিসিআইয়ের কর্মকর্তারা।

ধারণা করা হচ্ছে, জরুরি আলোচনা সভায় থাকবেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ এবং আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমাল। আইপিএলের প্রধান নির্বাহী হেমাং আমিন সবাইকে চিঠি পাঠিয়ে দিয়েছেন বলে ধরে নেয়া হচ্ছে। আলোচনা সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোনা হবে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
২০২৫ সালে অনুষ্ঠিত হতে পারে আইপিএলের পরবর্তী মেগা নিলাম। সেই নিলামের সময় নির্ধারণের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনা হবে রিটেইন ক্রিকেটারের সংখ্যা নিয়ে। তিন বছরের জন্য একটি পূর্ণাঙ্গ দল বানানোর পর মেগা নিলামের আগে মাত্র চারজনকে রেখে বাকি সবাইকে ছেড়ে দিতে হয়। যার ফলে কোন ক্রিকেটারের উপর বিনিয়োগ করলেও তাদের কাছ থেকে প্রত্যাশিত ফল পাওয়ার আগেই ছেড়ে দিতে হচ্ছে।
যা নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের মাঝে মনঃক্ষুণ্ণতা রয়েছে। পুরনো নিয়ম অনুযায়ী দেশি-বিদেশি মেলে মোট চারজনকে ধরে রাখতে পারত ফ্র্যাঞ্চাইজিরা। যেখানে সর্বোচ্চ তিনজন ভারতীয় এবং সর্বোচ্চ দুজন বিদেশি। ক্রিকবাজ জানিয়েছেন, আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের একটি অংশের চাওয়া চার নয় রিটেইন ক্রিকেটারের সংখ্যা বাড়িয়ে নেয়া হোক আটে।
সেটা নিয়েই মূল আলোচনাটা হবে ১৬ এপ্রিলের সেই সভায়। এদিকে স্যালারি ক্যাপ নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে। গতবার মিনি নিলামের সময় স্যালারি ক্যাপ ছিল ১০০ কোটি রূপি। কেন্দ্রীয় পর্যায়ে লভ্যাংশ বেড়ে যাওয়ায় স্যালারি ক্যাপ বাড়ানোর পরামর্শ দেয়া হবে। ধারণা করা হচ্ছে, মেগা নিলামের আগে এটিকে বাড়িয়ে নেয়া হতে পারে ১০০ কোটির ওপরে।