promotional_ad

ঘরোয়া ক্রিকেট দেখানোর আশায় চালু হচ্ছে বিসিবি টিভি

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার প্রথম ৮ বছরে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন হয়েছিল একবার। তবে সবশেষ তিন বছরে চিত্রটা বদলেছে অনেকখানি। ২০২১, ২০২২ সালের পর রবিবার বার্ষিক সাধারণ সভা আয়োজন করেছে বিসিবি। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের বার্ষিক সাধারণ সভায় (বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


দুপুর ২টা বাজতেই বিসিবির পরিচালকগণ ধীরে ধীরে উপস্থিত হন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। সেখানে আগেই উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও ক্লাবের কাউন্সিলরা। প্রায় সাড়ে ৩ ঘণ্টার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুমোদন পেয়েছে বিসিবির গঠনতন্ত্রের সংশোধন। একই সঙ্গে চলতি অর্থ বছরের বাজেট ও আঞ্চলিক ক্রিকেট কাঠামোর অনুমোদন মিলেছে বহুল কাঙ্খিত এই এজিএমে।



promotional_ad

এবারের সভায় চলতি অর্থ বছরের (১ জুলাই ২০২৩-২৪ পর্যন্ত) বাজেট অনুমোদন হয়েছে। আইসিসি, বিপিএল ও বিভিন্ন পৃষ্ঠপোষকখ্যাত থেকে এই অর্থ বছরে বোর্ডের সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪৪৬ কোটি টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৪০৭ কোটি টাকা। এর মধ্যে উদ্ধৃত অর্থ ধরা হয়েছে ৩৯ কোটি টাকা। আয় খুব একটা না বাড়লেও বোর্ডের ব্যয় বেড়েছে বলেই উদ্ধৃত অর্থ খুব একটা বেশি থাকছে না।


এদিকে নিজস্ব টেলিভিশন চ্যানেল খুলতে যাচ্ছে বিসিবি। এই খবর ক্রীড়াঙ্গনে ঘুরছিল বেশ কমাস ধরেই। এবার সত্যিকার অর্থে আলোর মুখ দেখতে যাচ্ছে খবরটি। সব ধরনের খেলা সম্প্রচারের জন্য নিজেদের টেলিভিশন আনছে বোর্ড। যার নাম হবে বিসিবি টিভি। তবে দেশের ক্রিকেট বোর্ডের চাওয়া, টেলিভিশনে সম্প্রচার না হওয়া ঘরোয়া ক্রিকেট দেখানো।


এজিএম শেষে সেই তথ্য দিলেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি টিভি পরিচালনার উদ্দেশ্য ও ধরন ব্যাখা করে বিসিবি প্রধান বলেন, ‘বাংলাদেশে সাধারণত দুটি টিভি আমাদের খেলাগুলো দেখায়। এখন তারা যে সমস্ত খেলা দেখাবে না সেগুলো আমরা দেখাব নিজেদের টিভিতে।’



চলমান সিরিজগুলোর উদাহরণ টেনে নাজমুল হাসান যোগ করেন, ‘বর্তমানে টেস্টের পাশাপাশি মেয়েদের সিরিজ ও প্রিমিয়ার লিগ চলছে। এই দুটি খেলা দেখানো হচ্ছে না। এখন আমরা চেষ্টা করব, মূল দলের খেলার পাশাপাশি বাকি খেলাগুলো দেখানোর। আমরা চাই ঘরোয়া ক্রিকেট টিভিতে দেখাতে। এটা যদি টিভিতে দেখানো হয় তাহলে ঘরোয়া ক্রিকেটের মান বাড়বে। আম্পায়ারিং নিয়ে কোনো সমস্যা হলেও ধরা পড়বে। সবমিলিয়ে আমরা সম্ভাব্য সব খেলাই দেখাতে চাচ্ছি।’


যদিও স্যাটেলাইট হবে না কি আইপি টিভি সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। আপাতত গঠনতন্ত্রে সংশোধনী এসেছে, পরে টিভি পরিচালনার ব্যাপারে মূল পরিকল্পনা আসবে বলেই জানিয়েছেন বোর্ডপ্রধান। তদিন বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী একটি ক্রীড়া ফেডারেশন হিসেবে বিসিবির আইনত টেলিভিশন চ্যানেল ও ক্রিকেটার্স ক্লাব জাতীয় কার্যক্রম পরিচালনা করার এখতিয়ার ছিল না। আজকের বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্রে প্রস্তাবিত সংশোধনী এনে বিষয়গুলোকে আইনের পরিধির মধ্যে এনেছে ক্রিকেট বোর্ড



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball