‘ক্রিকেট নয়, এটা সিনেমার সংস্কৃতি’, হার্দিককে দুয়ো দেওয়ায় ক্ষুব্ধ অশ্বিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মাঠে এবং মাঠের বাইরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। মুম্বাই ইন্ডিয়ান্সে নিজের দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই মুদ্রার ওপিঠ দেখতে শুরু করেছেন এই অলরাউন্ডার। ভারতের মাটিতে ভারতীয় হয়েই দুয়ো শুনছেন তিনি। এমন সংবাদে চটেছেন রবিচন্দন অশ্বিন।
নিজেদের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে টস করতে নেমেই দুয়ো শোনেন হার্দিক। পরে তিনি বোলিং করার সময় মাঠে কুকুর ঢুকে পড়লে স্টেডিয়ামের দর্শকরা কুকুরকে লক্ষ্য করে 'হার্দিক..হার্দিক' স্লোগান দিতে থাকে। এখানেই শেষ নয়।

হার্দিকের প্রতি মানুষের ক্ষোভ দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। একটি ভিডিওতে দেখা যায়, হার্দিকের ছবি বড় পর্দাতে আসতেই মানুষ তাদের জুতা নিক্ষেপ করে। মূলত হার্দিকের কাছে রোহিত মুম্বাইয়ের নেতৃত্ব হারানোয় অসন্তোষ ভারতের সমর্থকদের বিশাল একটি অংশ। বিষয়টি পছন্দ হচ্ছে না অশ্বিনের।
নিজের ইউটিউব চ্যানেলে এই স্পিন বোলিং অলরাউন্ডার বলেন, ‘মানুষের মনে রাখা উচিত, এই খেলোয়াড়গুলো কোনো দেশের প্রতিনিধিত্ব করে। এটা আমাদের দেশ। সমর্থকদের যুদ্ধ কখনো নোংরা পথে পরিচালিত হওয়া উচিত নয়। আমি এটা আগেও বলেছি, এটা সিনেমার সংস্কৃতি, এটা শুধু সেখানে ঘটে। ’
‘আমি জানি মার্কেটিং, ব্র্যান্ডিং, পজিশনিং বলতে কিছু বিষয় আছে। আমি অস্বীকার করছি না। কিন্তু আপনি কখনো অন্য দেশে এমন যুদ্ধ দেখেছেন? উদাহরণ হিসেবে যদি বলি, জো রুট, জ্যাক ক্রলির সমর্থকদের মধ্যে কি কখনো লড়াই হয়েছে? অথবা জো রুট ও জস বাটলারের সমর্থকেরা কি নিজেদের মধ্যে যুদ্ধ করে? এটা স্রেফ পাগলামো। আপনি কি কখনো দেখেছেন অস্ট্রেলিয়ায় স্টিভ স্মিথ ও প্যাট কামিন্সের সমর্থকেরা লড়াই করছে?’
২০১৫ সালে মুম্বাইতে হার্দিকের অভিষেক হয়। এই দলটিকে ২০১৩ সাল থেকেই নেতৃত্ব দিয়ে আসছিলেন দলটিকে পাঁচবার শিরোপা জেতানো রোহিত। ভারতের ক্রিকেটে জুনিয়রের অধীনে সিনিয়রদের খেলার অসংখ্য উদাহরণ আছে বলে উল্লেখ করেন অশ্বিন।
তিনি আরও বলেন, ‘আমরা এমন করছি, যেন এর আগে এমন ঘটনা ঘটেনি। শচীন টেন্ডুলকারের অধীন সৌরভ গাঙ্গুলি খেলেছে, গাঙ্গুলির অধীন টেন্ডুলকার খেলেছে। এই দুই ক্রিকেটারই আবার রাহুল দ্রাবিড়ের অধীন খেলেছে। এই তিনজনই আবার অনিল কুম্বলের অধীনে খেলেছে , আর সবাই মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলেছে। তারা যখন ধোনির অধীন খেলেছে, এসব ক্রিকেটার একেকজন মহাতারকা ছিল। ধোনিও কোহলির অধীন খেলেছে।’