promotional_ad

হাসান ওপেনারদের কঠিন পরীক্ষা নিয়েছে: করুনারত্নে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইকেট ব্যাটিং স্বর্গ হওয়ায় বোলারদের জন্য ছিল বিশেষ কিছু। তবে সকালের শুরুতে আঁটসাঁট লাইন-লেংথে দারুণ বোলিং করেছেন হাসান মাহমুদ। শেষ বিকেলে উইকেট নেয়া পুরো দিন জুড়েই বল হাতে ধারাবাহিক ছিলেন অভিষিক্ত এই পেসার। দুই উইকেট দিনের সেরা বোলার হওয়া হাসান পেতে পারতেন আরও দুটি। তবে ফিল্ডারদের ব্যর্থতায় সেটা সম্ভব হয়নি। হাসানের বোলিংয়ের প্রশংসা শোনা গেল তাই প্রত??পক্ষের ব্যাটারের কাছেও। দিমুথ করুনারত্নে জানালেন, হাসান লঙ্কান ওপেনারদের পরীক্ষা নিয়েছেন।


টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি পথে থাকা করুনারত্নেকে ফিরিয়েছেন হাসান। দিনের শেষ বেলায় ডানহাতি এই পেসার আউট করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসকেও। যদিও সকালের শুরুতেই উইকেট পেতে পারতেন হাসান। ইনিংসের ষষ্ঠ ওভারে ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ব্যাট ছুঁয়ে যায় মাদুশকার। কিন্তু স্লিপে দাঁড়িয়ে সেটা লুফে নিতে পারেননি মাহমুদুল হাসান জয়।



promotional_ad

মাত্র ৯ রানে জীবন পেয়ে শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মাদুশকা। হাসানের থ্রোতে রান আউট হয়ে ফেরার করেছেন ৫৭ রান। এদিকে আরেক ওপেনার করুনারত্নেকেও ফেরানোর সুযোগ পেয়েছিলেন হাসান। ডানহাতি এই পেসারের বাউন্সারে হুক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়েছিলেন করুনারত্নে। সীমনা থেকে একটু থাকা সাকিব আল হাসান ডাইভ দিলেও ক্যাচ নিতে পারেননি। বরং তার হাত ফসকে বল ছক্কা হয়েছে।


করুনাত্নের কথায় স্পষ্ট যে হাসানকে খেলাটা একেবারে সহজ ছিল না লঙ্কান ওপেনারদের জন্য। হাসানের বোলিং নিয়ে বাঁহাতি এই ওপেনার বলেন, ‘হাসানের বিপক্ষে এশিয়া কাপ ও ওয়ানডে সিরিজ খেলেছি। অনেক তরুণ পেসার বোলার ওঠে আসছে। এটা ভালো খুবই লক্ষণ। হাসান খুব ভালো বোলিং করেছে। নতুন বলে ধারাবাহিকভাবে ভালো করে গেছে, ওপেনারদের কঠিন পরীক্ষা নিয়েছে সে।’


চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব হয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে নিয়মিত খেলার অভ্যাস থাকায় এটা বেশ ভালো করেই জানে করুনারত্নে। তবে সবশেষ কয়েক বছরের উইকেটের সঙ্গে সিরিজের শেষ টেস্টের উইকেটের খানিকটা পার্থক্য দেখছেন বাঁহাতি এই ব্যাটার। লঙ্কান এই ক্রিকেটার জানান, অন্যান্যবারের মতো উইকেট এত বেশি ফ্ল্যাট ছিল না।



করুনারত্নে বলেন, ‘গত বছর এটি আরও বেশি ফ্ল্যাট ছিল। কিন্তু আজকের উইকেটে খানিকটা টার্ন এবং নতুন বলে সিম ‍মুভমেন্টও আছে। বোলারদের জন্যও খানিকটা সুবিধা আছে বলতে হয়। খুব সম্ভবত তৃতীয় দিন থেকে আমরা টার্ন দেখতে পাব। এই উইকেটে রেজাল্ট হওয়া সম্ভব।’


প্রথম দিনের পুরোটা অংশে দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের ৯৩, মাদুশকার ৫৭ এবং করুনারত্নের ৮৬ রানের ওপর ভর করে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩১৪ রানে তুলেছে সফরকারীরা। প্রথম দিনের স্কোর নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই, আমরা খুশি। ৪ উইকেটে একদিনে তিনশর বেশি রান খুবই ভালো স্কোর। পরেরদিন যদি আমরা ভালো পুঁজি দাঁড় করাতে পারি তাহলে আমরা চালকের আসনে থাকব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball