'রিভিউ নেয়ার ক্ষেত্রে আমরা জঘন্য'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বরাবরই রানবন্যা হয়। ওয়ানডে, টি-টোয়েন্টি বা টেস্ট সব ফরম্যাটেই চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন এর ব্যক্তিক্রম হয়নি। শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান নিয়ে।
লঙ্কানদের আরও বেশ কয়েকটি উইকেট তুলে নিতে পারত বাংলাদেশ। তবে সেটা হয়নি ফিল্ডারদের ব্যর্থতায়। শুধু ক্যাচ মিস রান আউটই নয় রিভিউ নিয়েও তালগোল পাকিয়েছে টাইগাররা। এটাকে ভালোভাবে নিচ্ছেন না বাংলাদেশ দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।

তাইজুল ইসলামের বল কুশল মেন্ডিসের ব্যাটের মাঝখানে লাগার পরও রিউভ নিয়েছিল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্লিপে থেকেও এমন এক রিভিউ নেয়ায় অবাক হয়েছেন অনেকে। এর আগেও অনেকবার দেখা গেছে ভুলভাল রিভিউ নিয়ে খেসারৎ দিতে হয়েছে বাংলাদেশকে।
তাই এই জায়গায় উন্নতির সুযোগ দেখছেন অ্যাডামস। তিনি বলেন, ‘আমরা এটা নিয়ে আলাপ করছি। আমরা রিভিউ নেওয়ার ক্ষেত্রে খুব ভালো করছি না। এটা পরিষ্কার। এখন পর্যন্ত এ ক্ষেত্রে আমরা জঘন্য। আমাদের একটা ভালো পন্থা বের করতে হবে। এটা পুরোটাই অধিনায়ক ও উইকেটকিপারের দায়িত্ব। হয়তো পয়েন্ট ফিল্ডারেরও।'
দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়ে অ্যাডামস বলেন, 'এখন পর্যন্ত এই পন্থা কাজে দিচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিচ্ছি আবেগ দিয়ে। ওই বল ঠিক ব্যাটের মাঝে লেগেছে। এটা বাজে রিভিউ ছিল। তবে রিভিউ নিয়ে কেউ ভয় পাক, আমি এটাও চাইব না। তবে আমাদের আরেকটু ভালো পন্থা বের করতে হবে।’
এদিকে চট্টগ্রাম টেস্টে টিকে থাকতে হলে দ্বিতীয় দিনের সকালের সেশনে ভালো করার বিকল্প দেখছেন না তিনি। অ্যাডামস বলেন, ‘খুব ভালো বোলিং করতে হবে সকালে। আজকের চেয়েও ভালো এবং লম্বা সময়ের জন্য। ওদের দুজন ভালো ব্যাটসম্যান ক্রিজে আছে। বেঞ্চে আছে আরও একজন ব্যাটসম্যান। যদি লম্বা সময় ধরে ভালো না করি, তাহলে ওরা ম্যাচটাকে ছিনিয়ে নেবে।’