ক্যাচ মিসের আক্ষেপ বাংলাদেশ কোচের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা ভালো যায়নি বাংলাদেশের। বিশেষ করে ফিল্ডারদের একের পর একের পর ক্যাচ মিস করায় প্রথম দিনটি বাংলাদেশের হয়নি। সংবাদ সম্মেলনে এ নিয়ে আক্ষেপ করেছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।
শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান নিয়ে। এদিন ব্যক্তিগত ৯ রানে ফিরতে পারতেন লঙ্কান ওপেনার নিশান মাদুশকা। জীবন পেয়ে এই লঙ্কান ওপেনার করেছেন ৫৭ রান। জীবন পেয়েছেন দিমুথ করুনারত্নেও তিনি ব্যক্তিগত ২২ রানে জীবন পান।
এরপর আরও ৬৪ রান যোগ করে ৮৬ রান করেছেন করুনারত্নে। অ্যাঞ্জেলো ম্যাথিউস ১০ রানে জীবন পেয়ে ২৩ রান করে আউট হয়েছেন। একটি সহজ রান আউট মিস করেছেন মেহেদী হাসান মিরাজ। ফলে প্রথম দিন এগিয়ে যাওয়ার সুযোগ নিজেরাই হাতছাড়া করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

আক্ষেপ নিয়ে অ্যাডামস বলেছেন, 'আমরা সকালে সুযোগ তৈরি করেছি, কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারিনি। প্রথম টেস্টেও একই গল্প ছিল, যেখানে আমরা প্রথম সেশনে পাঁচ উইকেট নিয়েছিলাম।'
এমন ব্যর্থতার মাঝেও দারুণ বোলিং করেছেন অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। দিন শেষে কোচের প্রশংসা পেয়েছেন। অ্যাডামস বলেন, 'আমি মনে করি হাসান (মাহমুদ) অসাধারণ। ক্যাচ মিস আমাদের ভোগাতে থাকবে যদি আমরা মিস করতে থাকি। সিলেট টেস্টের মতো... বেশিদিন হয়নি। আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে এবং দারুণ কিছু করতে হলে, আমাদের আরও লম্বা সময় ধরে দুর্দান্ত হতে হবে।'
ক্রিকেটে একটা কথা প্রচলিত আছে 'ক্যাচ মিস মানে ম্যাচ মিস' এর অর্থ দাঁড়ায় ক্যাচ মিসের জন্য চড়া মূল্য দিতে হয়। বাংলাদেশের বোলিং কোচও সেই কথাই মনে করালেন। তিনি বলেন, 'ক্রিকেটের যেকোনো খেলায় ক্যাচ মিস করলে আপনাকে ভুগতে হবে। আমি বাংলাদেশে যোগ দেওয়ার পর থেকে দেখছি আমাদের ফিল্ডিং দুর্দান্ত। আমাদের গ্রাউন্ড ফিল্ডিং চমৎকার। দারুণ কিছু ক্যাচ হয়েছে। তবে যখন আপনি শুরুতেই ক্যাচ ড্রপ করবেন, আপনাকে মূল্য দিতে হবে,'
বাংলাদেশ সর্বশেষ ৩০ টেস্টে ৮০টি ক্যাচ মিস করেছে। যদিও এই ক্যাচ মিসের হার কমাতে কাজ করছে বাংলাদেশ। সে কথা জানিয়ে অ্যাডামস বলেন, 'আমরা অনেক ক্যাচ ফেলে দিয়েছি। আমরা এর উপর কাজ করছি। কেউ ক্যাচ ছাড়তে চায় না। তারা কাজ করছে, কিন্তু ক্যাচ ড্রপ করছে। আমাদের ক্যাচ ধরার জন্য কাজ চালিয়ে যেতে হবে।'