promotional_ad

২০০ রান করেও শেখ জামালের বিপক্ষে জিতল মোহামেডান

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাঁ পায়ে ক্র্যাম্প হওয়ার পরও অস্বস্তি নিয়েই ব্যাটিং করে যাচ্ছিলেন সাইফ হাসান। তবে ব্যক্তিগত ৬০ রানে যখন অপরাজিত ছিলেন তখন আর ক্র্যাম্পের সঙ্গে পেরে উঠতে পারছিলেন না ডানহাতি এই ব্যাটার। যার ফলে বাধ্য হয়েই রিটায়ার্ড হার্ট হতে হয় ৬০ রান করা সাইফকে। যদিও দলের বিপর্যয়ে আবারও ব্যাটিংয়ে আসতে হয় তাকে। সপ্তম ব্যাটার হিসেবে আরিফ আহমেদ যখন আউট হয়ে ফিরে ??ান তখনও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রয়োজন ছিল ৫৬ রান। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ছিলেন শুধু জিয়াউর রহমান।


যদিও দারুণ ব্যাটিং করতে থাকা জিয়াউরকে ফিরিয়েছেন কামরুল ইসলাম রাব্বি। জিয়াউর ৩৯ রানে ফেরার পর একা হয়ে পড়েন সাইফ। রিপন মণ্ডলকে নিয়ে চেষ্টা করলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি ডানহাতি এই ওপেনার। ম্যাচ জিততে শেষ ওভারে শেখ জামালের প্রয়োজন ছিল ১৪ রান। পেসার কামরুল রাব্বির বিপক্ষে সাইফ নিতে পেরেছেন কেবল ৮ রান। তাতে ২০০ রান করলেও নুরুল হাসান সোহানের দলকে ৫ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।


ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জয়ের জন্য ২০১ রান তাড়ায় ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় শেখ জামাল। আবু হায়দার রনির অফ স্টাম্পের বাইরের বলে আলতো করে কভারের ওপর দিয়ে বের করে দিতে চেয়েছিলেন রবিউল ইসলাম রবি। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় রানের খাতা খোলার আগেই প্রান্তিক নওরোজ নাবিলের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। তিনে সাইফের সঙ্গে জুটি গড়ে তোলেন সৈকত আলী।



promotional_ad

যদিও তাদের দুজনের জুটি পঞ্চাশ ছোঁয়ার আগে আউট হয়ে ফিরেছেন সৈকত। কামরুল রাব্বির অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। ব্যাটের কানায় লেগে বল পেছনে গেলে ডানদিকে অনেকটা ঝাঁপিয়ে উড়ন্ত ক্যাচ দেন উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কন। সৈকতকে ফিরতে হয় ২১ রানের ইনিংস খেলে। চারে নেমে সুবিধা করতে পারেননি তাইবুর রহমান। নাসুম আহমেদের বলে লেগ বিফোর উইকেট হওয়ার আগে ১৫ রান করেছেন তিনি।


এক প্রান্ত আগলে রেখে অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নেন সাইফ। আরিফুল ইসলামের বলে লং অনে ঠেলে দিয়ে ৮০ বলে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এদিকে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সোহান। শেখ জামালের অধিনায়ক আউট হয়েছেন ১৫ রানে, আসিফ হাসানের বলে আরিফুলকে ক্যাচ দিয়ে। ব্যাট হাতে ব্যর্থ হওয়া ফজলে মাহমুদ রাব্বি ফিরেছেন মাত্র ১ রানে। আরেক ব্যাটার ইয়াসির আলী রাব্বি ৭ রানের বেশি করতে পারেননি।


রিটায়ার্ড হার্ট থেকে ফিরে সাইফ অপরাজিত ছিলেন ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলে। জিয়াউর ৩৯ রান করলেও শেখ জামালের জয়ের জন্য যথেষ্ট ছিল না। ২০১ রানের লক্ষ্যে বর্তমান রানার্সআপরা থামে ৮ উইকেটে ১৯৫ রান তুলে। মোহামেডানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নাসুম, কামরুল রাব্বি এবং আসিফ। একটি করে উইকেট শিকার করেছেন আবু হায়দার ও আরিফুল।


এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি মোহামেডানের। ইনিংসের শুরুতেই ইমরুল কায়েসকে হারায় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। বাঁহাতি ওপেনার ফিরেছেন ৪ রানে, রিপনের বলে উইকেটের পেছনে সোহানের গ্লাভসে ক্যাচ দিয়ে। আরেক ওপেনার রনি তালুকদারও ফিরেছেন দ্রুতই। বাঁহাতি পেসার শফিকুল ইসলামের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ১ রান করা এই ব্যাটার। প্রান্তিক নওরোজও ফিরেছেন ব্যর্থতার পাল্লা ভারী করে। তরুণ এই ব্যাটার আউট হয়েছেন ১৪ রানে।



টপ অর্ডারের ব্যর্থতায় মাত্র ২৭ রানে ৩ উইকেট হারায় মোহামেডান। সেখান থেকে টেনে তোলার চেষ্টা করেন আরিফুল ও অঙ্কন। যদিও তাদের ‍জুটি বড় হতে দেননি আরিফ। ফিরিয়েছেন মোহামেডানের ১৬ রান করা আরিফুলকে। মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটিংয়ে এসে ঝড়ো শুরু করলেও তাকে ইনিংস বড় করতে দেননি তাইবুর রহমান। সাইফের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ২২ বলে ২৮ রান করেছেন মাহমুদউল্লাহ। সাবলীল ব্যাটিংয়ে অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নেন অঙ্কন।


দারুণ ছন্দে থাকা তরুণ এই উইকেটকিপার ব্যাটার শেখ জামালের বিপক্ষেও খেলেছেন ৭০ রানের ইনিংস। গত ম্যাচের মতো এদিনও শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন আবু হায়দার। ৫ চার এবং ২ ছক্কায় ৩৬ বলে ৪৫ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। আবু হায়দারের ব্যাটেই মূলত দুইশ পেরোনো পুঁজি পায় মোহামেডান। শেখ জামালের হয়ে তাইবুর তিনটি এবং শফিকুল ও রিপন নিয়েছেন দুটি করে উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball