বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ স্থগিত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী জুলাইতে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। সিরিজটিতে তিনটি করে ওয়ানডে-টি-টোয়েন্টির সঙ্গে দুটি টেস্ট ছিল। তবে দুই বোর্ডের সম্মতিতে সিরিজটি স্থগিত করা হয়েছে। এমনটাই জানিয়েছে ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে সুবিধাজনক সময়ে সিরিজটি পরে আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে কবে নাগাদ সিরিজটি আয়োজন করা হতে পারে এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা। এই খবরটি নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি ক্রিকবাজকে বলেছেন, ‘দুই বোর্ড অন্য কোনো সময়ে সিরিজটি খেলার বিষয়ে সম্মত হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটির তারিখ পরিবর্তন করা হয়েছে।’

চলতি বছরের জুন-জুলাইতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবুও এ বছর প্রচুর টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এ বছর ১২টি টেস্ট খেলার কথা ছিল টাইগারদের। অবশ্য এরই মধ্যে ৪টি টেস্ট হচ্ছে না।
এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের সঙ্গে দুটি টেস্টও খেলার কথা ছিল বাংলাদেশের। কদিন আগেই দুটি টেস্ট স্থগিত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। ফলে ৮টি টেস্ট খেলেই এ বছর শেষ করবে বাংলাদেশ দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এই সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ভারতের বিপক্ষে দুটি টেস্টের সঙ্গে ৩টি টি-টোয়েন্টি রয়েছে টাইগারদের। অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আরও দুটি সাদা পোশাকের ম্যাচ খেলবে বাংলাদেশ।
এরপর নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সঙ্গে দুটি টেস্ট খেলবে সফরকারীরা। ফলে বোঝাই যাচ্ছে সব মিলিয়ে ব্যস্ততম একটি ক্রিকেটীয় বছর অপেক্ষা করছে নাজমুল হোসেন শান্তর দলের সামনে।