promotional_ad

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে নেমে অ্যালিসা হিলির দলের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা। হতাশার ব্যাটিংয়ে বাজেভাবে হেরে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ৫০ ওভারের ক্রিকেট শেষে বাংলাদেশের সামনে এখন টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


ওয়ানডে সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন ফারজানা হক পিংকি, দিশা বিশ্বাস এবং নিশিতা আক্তার নিশি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ম্যাচে সুযোগ পেলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি ফারজানা। তিন ইনিংসে ডানহাতি এই ওপেনারের ব্যাট থেকে এসেছে মাত্র ১২ রান। এমন পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি দলে সুযোগ মেলেনি ফারজানার।


তাদের তিনজনের জায়গায় টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন এবং দিলারা আক্তার দোলা। দিশা অলরাউন্ডার হলেও তার জায়গায় বাঁহাতি পেসার ফারিহাকে বিবেচনা করেছে বিসিবি। নির্বাচকদের বিশ্বাস ফারজানার জায়গায় সুযোগ পেয়ে সেটা কাজে লাগাবেন উইকেটকিপার দোলা।



promotional_ad

দল ঘোষণার পর নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘দিশার জায়গায় ফারিহা সুযোগ পেয়েছে। সে একজন বাঁহাতি পেসার। আমাদের মনে হয় সে বোলিংয়ে বৈচিত্র্য যোগ করবে। পিংকির জায়গায় আমরা দোলাকে নিয়েছে। সে একজন উইকেটকিপার ব্যাটার।


‘আমাদের বিশ্বাস তার যে প্রতিভা আছে তাতে টি-টোয়েন্টিতে সাফল্য পাবে। এদিকে শরিফা খাতুন একজন অলরাউন্ডার যে কিনা অফ স্পিন বোলিং করতে পারেন এবং শেষের দিকে ব্যাট হাতে অবদান রাখতে পারেন। সে নিজেকে টি-টোয়েন্টি স্পেশালিষ্ট হিসেবে গড়ে তুলতে পারে।’


৩১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২ এবং ৪ এপ্রিল। সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ১২ টা সময়। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের সঙ্গে সিরিজটি খেলছে অস্ট্রেলিয়া।


বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিসা, ফারিহা ইসলাম, শরিফা খাতুন, দিলারা আক্তার দোলা।



স্ট্যান্ড বাই- লতা মণ্ডল, নিশিতা আক্তার নিশি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball