promotional_ad

‘সবকিছুর আগে হার্দিককে ড্রেসিংরুমের মন জয় করতে হবে’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্রিকেটবিশ্বকে আইপিএল বর্জন করতে বলছেন ইনজামাম

২ মার্চ ২৫
গণমাধ্যমে কথা বলছেন ইনজামাম উল হক, পিসিবি

দুই বছর গুজরাট টাইটান্সে নেতৃত্ব দেয়ার পর তাদের বিপক্ষেই মুম্বাই ইন্ডিয়ান্সে যাত্রা শুরু করেছেন হার্দিক পান্ডিয়া। যদিও হার্দিকের উষ্ণ অভ্যর্থনা জানাতে পারেনি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শকরা। বরঞ্চ দুয়ো দিয়েই তারা স্বাগত জানিয়েছে ২০২২ সালে গুজরাটের হয়েই আইপিএল শিরোপাজয়ী এই অধিনায়ককে। পরিস্থিতি ঠিক করতে হলে হার্দিককে সবার আগে সতীর্থদের মন জিততে হবে বলে মনে করছেন লক্ষ্মীপতি বালাজি।


গুজরাটের বিপক্ষে সেই ম্যাচে টসের জন্য হার্দিক মাঠে আসার পরই গ্যালারি থেকে ভেসে আসে 'রোহিত, রোহিত...' চিৎকার। এমনকি টসের পর যখন সঞ্চালক রবি শাস্ত্রীর সঙ্গে যখন কথা বলছিলেন হার্দিক, তখনও গ্যালারি থেকে দুয়ো দেয়া হচ্ছিল তাকে। এমনকি শেষ ওভারে আউট হয়ে ফেরার সময়েও দুয়োধ্বনি অব্যাহত ছিল।



promotional_ad

ভারতের সাবেক পেসার বালাজির মতে সতীর্থদের মন জিতেই সবকিছু ঠিক রাখতে পারেন হার্দিক, 'কমবেশি সবাই ফ্র্যাঞ্চাইজি অদল-বদল করে। কিন্তু আপনি মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলে যখন রোহিত শর্মার মতো কোনও ব্যক্তিত্বের বদলে আসবেন, যে কিনা অসাধারণ সফল একজন নেতা, তখন ব্যাপারটা অন্যরকম। অবশ্যই কিছুটা সময় লাগবে সব ঠিক হতে, তবে ঠিক হবে।'


'সবার আগে আপনার নিজের মানুষদের মন জয় করতে হবে আপনার। পুরো ড্রেসিংরুমকে জয় করা খেলোয়াড় হিসেবে গুরুত্বপূর্ণ। আর মানুষ হিসেবে বিশ্বাস নিয়ে আসাটাও গুরুত্বপূর্ণ। তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তার একটু সময় লাগবে।'


হার্দিকের ওপর গুজরাটসহ ভারতের অন্যান্য দর্শকদের এমন ক্ষোভের কারণ দুটি। গুজরাটে দুই বছর খেলার পর এবারের আইপিএলের আগে ট্রেড সিস্টেমে মুম্বাইতে পাড়ি জমান হার্দিক। স্বাভাবিকভাবেই আহমেদাবাদের দর্শকরা নিজেদের শিরোপাজয়ী অধিনায়কের এই প্রস্থান মেনে নিতে পারেননি।



এ ছাড়া মুম্বাই ও আইপিএলের অন্যতম সফল নেতা রোহিতের বদলি হিসেবে হার্দিককে দেখতে চাইছেন না সমর্থকদের বড় একটি অংশ। কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের সাবেক পেসার বালাজির বিশ্বাস, সবকিছু ঠিকভাবেই নিয়ন্ত্রণ করবেন হার্দিক। তবে মুম্বাই হারতে থাকলে বিষয়টি হার্দিকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে মনে করেন তিনি।


বালাজি আরও বলেন, 'আমি নিশ্চিত সে দারুণ একজন পেশাদার ক্রিকেটার এবং সে যে তার পাশে তারুণ্যনির্ভর একটি দল পেয়েছে এটা সে মেনে নিবে। সে যখন মন জিতে নেয়া শুরু করবে তখন সবকিছু অন্যরকম হবে। তবে তারা যদি হারা শুরু করে তাহলে সমস্যায় পড়তে হবে। ধীরে ধীরে অনেক কিছুই বের হয়ে আসবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball