promotional_ad

শিশিরের মাঝেও মোহিত-রশিদদের এমন বোলিং মনে ধরেছে গিলের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

২০ ফেব্রুয়ারি ২৫
ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দল, আইসিসি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত রাতের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুজরাট টাইটান্সকে জিতিয়েছে বোলাররা। দ্বিতীয় ইনিংসে শিশিরের মাঝে বোলারদের এমন পারফরম্যান্স মনে ধরেছে শুভমান গিলের। স্নায়ুর চাপ সামলে বোলাররা এভাবে বোলিং করায় দারুণ উচ্ছ্বসিত গুজরাটের অধিনায়ক।


ম্যাচ জিততে শেষ পাঁচ ওভারে মাত্র ৪৩ রান লাগত মুম্বাইয়ের। দলটির হাতে ছিল সাত উইকেট। সেখান থেকেই গুজরাটকে ম্যাচে ফিরিয়েছেন দলটির বোলাররা। ১৬তম ওভারে মোহিত শর্মা মাত্র চার রান দিয়ে নেন ৩৮ বলে ৪৬ রান করা ডেওয়াল্ড ব্রেভিসের উইকেট।



promotional_ad

১৭তম ওভারে মাত্র তিন রান দেন স্পিনার রশিদ খান। ১৮তম ওভারে ৯ রান দিলেও ১০ বলে ১১ রান করা বিপজ্জনক টিম ডেভিডকে ফেরান মোহিত শর্মা। তারপরের ওভারে স্পেন্সার জনসন ফেরান তিলক ভার্মা এবং জেরাল্ড কোয়েটজিকে। শেষ ওভারে হার্দিক পান্ডিয়া ফিরে গেলে আর ম্যাচ জিততে পারেনি মুম্বাই।


ম্যাচ শেষে বোলারদের প্রশংসায় গিল বলেন, 'আমি মনে করি, ডেথ ওভারের সময়ে ছেলেরা তাদের স্নায়ু ধরে রাখতে পেরেছে। বিশেষ করে যখন শিশির পড়ছিল, তারা তখন অসাধারণ বোলিং করেছে। প্রচুর শিশির পড়েছে, যেভাবে আমাদের স্পিনাররা... রশিদ খান এবং সাই কিশোর বোলিং করেছে সেটা দারুণ। তারা স্নায়ু শান্ত রেখেছে এবং নিশ্চিত করেছে আমরা যেন ম্যাচে থাকি। আমি মনে করেছিলাম ১৭০ ভালো রান, তবে আমরা ১০-১৫ রান কম করেছি।'


গত বছর আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন মোহিত। সেখান থেকে এই আইপিএল পর্যন্ত মাত্র তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেছেন তিনি। তবুও এক বছর পর এই ম্যাচে তাকে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে খেলায় গুজরাট।



মোহিতের দারুণ বোলিংয়ের প্রশংসায় গিল বলেন, 'সে আসার পর থেকেই একের পর এক বিস্ময় সৃষ্টি করেছে। গত বছরও সে অসাধারণ বোলিং করেছে। আশা করি সে তার ভালো ফর্ম অব্যাহত রাখবে এবং এই ম্যাচের মতো অনেক ভালো ম্যাচ আমাদের উপহার দেবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball