promotional_ad

দুয়ো পেলেও আহমেদাবাদের পরিবেশকে ‘প্রাণবন্ত’ বলছেন হার্দিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্রিকেটবিশ্বকে আইপিএল বর্জন করতে বলছেন ইনজামাম

২ মার্চ ২৫
গণমাধ্যমে কথা বলছেন ইনজামাম উল হক, পিসিবি

দুই বছর গুজরাট টাইটান্সে নেতৃত্ব দেয়ার পর তাদের বিপক্ষেই মুম্বাই ইন্ডিয়ান্সে যাত্রা শুরু করেছেন হার্দিক পান্ডিয়া। যদিও হার্দিকের উষ্ণ অভ্যর্থনা জানাতে পারেনি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শকরা। বরঞ্চ দুয়ো দিয়েই তারা স্বাগত জানিয়েছে ২০২২ সালে গুজরাটের হয়েই আইপিএল শিরোপাজয়ী এই অধিনায়ককে। তবুও হার্দিকের কাছে আহমেদাবাদের পরিবেশ দারুণ 'প্রাণবন্ত'! ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন মুম্বাইয়ের নতুন অধিনায়ক হার্দিক।


টসের জন্য হার্দিক মাঠে আসার পরই গ্যালারি থেকে ভেসে এলো 'রোহিত, রোহিত...' চিৎকার। এমনকি টসের পর যখন সঞ্চালক রবি শাস্ত্রীর সঙ্গে যখন কথা বলছিলেন হার্দিক, তখনও গ্যালারি থেকে দুয়ো দেয়া হচ্ছিল তাকে। এমনকি শেষ ওভারে আউট হয়ে ফেরার সময়েও দুয়োধ্বনি অব্যাহত ছিল।



promotional_ad

হার্দিকের ওপর গুজরাটের দর্শকদের এমন ক্ষোভের কারণ দুটি। গুজরাটে দুই বছর খেলার পর এবারের আইপিএলের আগে ট্রেড সিস্টেমে মুম্বাইতে পাড়ি জমান হার্দিক। স্বাভাবিকভাবেই আহমেদাবাদের দর্শকরা নিজেদের শিরোপাজয়ী অধিনায়কের এই প্রস্থান মেনে নিতে পারেননি।


আরেকটি হচ্ছে মুম্বাইতে অধিনায়কত্ব করছেন হার্দিক। তাকে দায়িত্ব দিতে পাঁচবারের শিরোপাজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে মুম্বাই। ভারত জাতীয় দলের অধিনায়ক রোহিতকে এভাবে সরিয়ে দেয়াটা পছন্দ হয়নি অনেকেরই। সবমিলিয়ে এর প্রতিফলন মাঠে দেখতে পান হার্দিক।


তবে এমন 'দুয়ো' পেয়েও আহেমদাবাদে ফিরতে পেরে ভালো লাগছে তার, 'ফিরতে পেরে ভালো লাগছে, এটা এমনই এক স্টেডিয়াম যেখানকার পরিবেশ আপনি উপভোগ করবেন.. অনুভব করবেন। এটা (চারপাশের পরিবেশ) দারুণ প্রাণবন্ত। দর্শকে মাঠ পরিপূর্ণ ছিল, তারা একটি ভালো ম্যাচ উপভোগও করেছে।'



১৬৯ রান তাড়া করতে গিয়ে ম্যাচটিতে ১৫ ওভার শেষে মুম্বাইয়ের রান ছিল তিন উইকেটে ১২৬। জয়ের জন্য শেষ পাঁচ ওভারে ৪৩ রান দরকার ছিল। কিন্তু তারপরই খেই হারায় মুম্বাই। শেষ ওভারে তাদের জয়ের জন্য লাগত ১৯ রান। হার্দিক শুরুতে ছক্কা-চার হাকালেও সেই ওভারের তৃতীয় বলে ফিরে যান। মুম্বাই থামে ১৬২ রান করে।


হার্দিক আরও বলেন, 'অবশ্যই আমাদের সেই ৪২টি রান অতিক্রম করা দরকার ছিল, তবে এটা এমনি এক দিন যে দিন পাঁচ ওভারে আমাদের যতটুকু রান করা দরকার, তার চাইতে আমরা কম করেছি। আমরা সেখানেই কিছুটা মোমেন্টাম হারিয়েছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball