গিলের অধিনায়কত্ব পাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে: শামি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
২০ ফেব্রুয়ারি ২৫
২০২২ আইপিএলে গুজরাট টাইটান্সের দায়িত্ব নিয়েই শিরোপা জিতিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। যদিও এবারের আইপিএলের আগে ট্রেডে মুম্বাই ইন্ডিয়ান্সে চলে আসায় নতুন অধিনায়ক খুঁজতে হয়েছে গুজরাটকে। নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলকে বেছে নিয়েছে তারা। তবে নেতৃত্বের দায়ভার গিল একটু আগেভাগেই পেয়েছেন বলে মনে করছেন তারই গুজরাট টাইটান্সের সতীর্থ মোহাম্মদ শামি।
আইপিএলে এবারই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে দেখা যাবে গিলকে। তরুণ এই ওপেনার এরই মাঝে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গুজরাটের হেড কোচ আশিস নেহরার মনও জিতে নিয়েছেন তিনি। যদিও এই মুহূর্তে পুনর্বাসনের কারণে মাঠের বাইরে থাকা শামি মনে করছেন, গিলের নেতৃত্ব দেয়ার জন্য এটা উপযুক্ত সময় ছিল না।

তিনি বলেন, 'আপনি যেমনটা বলেছেন (গিলের জন্য নেতৃত্ব তাড়াতাড়ি চলে আসা) সেটাই, নেতৃত্বের দায়ভার পাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। সেও এমনটা প্রত্যাশা করেনি। আমারও এটাই মনে হয়। তবে একদিন আপনাকে দায়িত্ব নিতেই হবে। সে আগের আসরগুলোতেও ভালো খেলেছে, আন্তর্জাতিক ক্রিকেটেও সে ভালো কিছু পারফরম্যান্স উপহার দিয়েছে।'
শামির চোখে বাংলাদেশের একজন স্পিনারের কমতি ছিল, শান্তর না
২১ ফেব্রুয়ারি ২৫
গিলকে কিছু পরামর্শও দিয়েছেন শামি, 'অধিনায়ক হিসেবে তাকে অতিরিক্ত চাপ নেয়া প্রয়োজন নেই। শুধুমাত্র স্বাভাবিক থাকতে হবে এবং ধৈর্য রাখতে হবে। যত ধৈর্য রাখা যায়, ততই ভালো হবে। এখন দায়িত্ব এসে পড়েছে, সে এখন 'না' করতে পারবে না। শুধুমাত্র স্কিলে নজর রাখতে হবে এবং দলে ভারসাম্য বজায় রাখতে হবে।'
২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন গিল। ধারণা করা হচ্ছিল তিনিই হবেন দলটির পরবর্তী অধিনায়ক। তবে সবাইকে অবাক করে দিয়ে ২০২২ আইপিএলের আগে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
এরপর নিলাম থেকে ৭ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় গুজরাট। দলটির হয়ে প্রথম মৌসুমে ১৬ ম্যাচে ৪৮৩ রান করেন গিল। পুরো টুর্নামেন্ট জুড়ে ফর্মের তুঙ্গে ছিলেন তিনি। দলের হয়ে সর্বোচ্চ রানও এসেছিল তার ব্যাট থেকে। ফাইনালে তার অপরাজিত ৪৫ রানে প্রথম শিরোপা জেতে গুজরাট।
২০২৩ আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন গিল। ১৭ ইনিংসে ৮৯০ রান ছিল তার নামের পাশে। টুর্নামেন্ট জুড়ে তিনটি সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন সবাইকে। যদিও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে সর্বশেষ আসরে রানার্স আপ হতে হয় দলটিকে।