promotional_ad

শ্রীলঙ্কাকে দ্রুত বেধে ফেলার লক্ষ্য বাংলাদেশের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার ২৮০ রানের জবাবে ১৮৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অবশ্য ৯২ রানের লিড পাওয়ার পরও শ্রীলঙ্কাকে চাপে রেখেছেন বাংলাদেশের বোলাররা। তারা ৫ উইকেট হারিয়ে ১১৯ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। এরই মধ্যে ২০০ ছাড়িয়েছে শ্রীলঙ্কার লিড।


সফরকারীদের ২৫০ রানের আশেপাশে আটকে রাখাই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প জানিয়েছেন তৃতীয় দিনের সকালে দ্রুত উইকেট নিতে চায় বাংলাদেশ। যাতে করে ২৫০ এর বেশি লক্ষ্য তাড়া করতে না হয় তাদের।



promotional_ad

অবশ্য প্রথম ইনিংসে ৫০-৫১ ওভার বেশি ওভার ব্যাটিং করতে না পারায় কিছুটা আক্ষেপ করেছেন বাংলাদেশ কোচ। সেই সঙ্গে শেষ বিকেলে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়ার কারণে বেশি উইকেট না নিতে পারার কারণেও হতাশা ব্যস্ত করেছেন হেম্প।


তিনি বলেন, '৫০-৫১ ওভারের বেশি ব্যাট করতে না পারায় আমরা হতাশ। এটা একটু হতাশাজনক তবে যেটা হয়েছে এটাই। আমরা শেষ বিকেলে উইকেট নিয়েছি, দুর্ভাগ্যজনকভাবে আরও বেশি উইকেট নিতে পারিনি। তারা ২১১ রান এগিয়ে আছে। কাল সকালে যদি দ্রুত উইকেট নিতে পারি তাহলে আমরা ২৫০ রান তাড়ার করার দিকে লক্ষ্য রাখব।'


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট এখনও বোলারদের স্বর্গরাজ্য হয়ে উঠেনি। ব্যাটাররা উইকেট থেকে বেশ সুবিধাই পাচ্ছেন। ফলে তৃতীয় দিনে শ্রীলঙ্কাকে দুরত বেধে ফেলতে পারলে এই টেস্টও জয় সম্ভব বলে মনে করেন বাংলাদেশ কোচ। 



উইকেট নিয়ে হেম্প বলেন, 'সব ব্যাটারই বলেছে উইকেট ভালো। ভালো শটের ফল পাওয়া যাচ্ছে। কিছু বল নিচু হতে দেখেছি শেষ সেশনে। কিন্তু এই ডেলিভারিগুলো বেশ বাইরে ছিলো। এসব ছাড়া আপনি আলগা বল দিলেই সাজা পাবেন। কালও খুব বেশি বদল হওয়ার কথা না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball