সিরিজে ফিরতে বাড়তি কিছুর চেষ্টায় বাংলাদেশ

ছবি:

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০২৩ সালের শেষ ছয় মাস দারুণ কেটেছিল বাংলাদেশের। ঘরের মাঠে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়। তাছাড়া ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জয়। পাশাপাশি বছরের শেষে দক্ষিণ আফ্রিকায় একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয় লাভ। এসবই যেন আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের।
কিন্তু বৃহস্পতিবার হোম অফ ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমে মুদ্রার উল্টো পিঠ দেখেছে নিগার সুলতানা জ্যোতির দল। নিজেদের মাঠে যেখানে প্রতিপক্ষকে চেপে ধরার কথা বাংলাদেশের সেখানে ২১৩ রান তাড়ায় মাত্র ৯৫ রানে অলআউট বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বড় হার বাংলাদেশকে দেখিয়েছে কঠিন বাস্তবতা। যে বাস্তবতা মেনে নিয়েই সিরিজে ফেরার মিশনে মাঠে নামতে যাচ্ছেন জ্যোতি-ফাহিমারা।
পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি যায়গা করে নেয়ার চ্যালেঞ্জ তো আছেই। কারণ ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে যে পয়েন্ট টেবিলের সেরা ছয়ে থাকতে হবে বাংলাদেশের মেয়েদের। কারণ এই চক্রে স্বাগতিক ভারত ও পয়েন্ট টেবিলের প্রথম পাঁচ দল পাবে সরাসরি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ খেলার টিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাই পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান উন্নতির দিকে মনোযোগ দেয়ারই লক্ষ্য ছিল বাংলাদেশের।

কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই অনেক বড় হার জ্যোতিদের সেই লক্ষ্যে একটু হলেও দুশ্চিন্তা নিয়ে এসেছে। তাই তো সিরিজে ফেরার মিশনে বাড়তি সিরিয়াস বাংলাদেশের মেয়েরা। এই যেমন গত ম্যাচের ভুল শুধরাতে মূল মাঠে জায়গা তৈরি করে মেয়েদের দিয়ে টানা বোলিং করিয়েছেন কোচ।
এই প্রসঙ্গে ফাহিমা সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি আমাদের বোলাররা অনেক ভালো বোলিং করেছে। অন্যান্য দলের বিপক্ষে তারা তিনশর বেশি রান করেছে। আমি মনে করি আমাদের বোলারের বিপক্ষে তারা ভুগেছে। আমাদের ভুলের কারণে তারা দুইশ পার করতে পেরেছে। আমি মনে করি একই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবো। আমার কথা যদি বলি, টিম ম্যানেজমেন্ট আমার উপর আস্থা রেখেছিল, শেষ ওভার আমাকে দেওয়া হয়েছিল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, হয়তোবা সে (কিং) ভালো খেলে ফেলেছে।'
'এটা ক্রিকেটের একটা অংশ। কাল আমরা ভালো খেলার চেষ্টা করবো। কে বলতে পারে এই সিরিজটাতে আমরা আমাদের ইনিংস লম্বা করতে পারি। আসলে ক্রিকেট খেলাটাই এমন। একটা চাপ থেকে যায়, প্রশ্ন থেকে যায়, আমরা ক্যারিয়ার কতটা বিল্ড করতে পেরেছি। এখানে সবারি সুযোগ আছে। ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন। ব্যাটাররা সর্বোচ্চ চেষ্টা করছে, যারা টপ অর্ডার ব্যাটিং করছে তাদেরও রানের অনেক ক্ষুধা। আর বড় দলের বিপক্ষে চাইবো আমাদের সেরাটা খেলার।'
গেল ম্যাচে লাইন লেংথ একটু ছন্নছাড়া ছিল বাংলাদেশের। কিন্তু তা সুধরাতেই উইকেটের মাঝে দাগ তৈরি করে সেই দাগ বরাবর বল করার চেষ্টায় ছিলেন মেয়েরা। ব্যাটিংয়েও বাড়তি মনোযোগ ছিল জ্যোতিদের। বোলিং মেশিন নিয়ে এসে এদিন ব্যাটিং অনুশীলন করেছে মেয়েরা। এ ছাড়া গত ম্যাচে লেগ স্পিনের বিপক্ষে উইকেট ছুঁড়ে দেয়ায় নেটে কয়েকজন লেগ স্পিনার নিয়েও ব্যাটিং অনুশীলন চালিয়েছে বাংলাদেশ।
ফাহিমা আরও বলেন, ‘আমাদের কন্ডিশনে আমরা নিজেরা অভ্যস্ত। ওদের একটাই বিষয় (ইয়ে) ছিল ওরা আমাদেরকে অ্যাটাক করেছে। আমাদের একতা জুটি গড়ার পর আমাদের পজিশন অনেক ভালো ছিল। ২ উইকেট যাওয়ার পর আমাদের রানরেট ভালো ছিল'
এই চক্রে স্বাগতিক ভারত ও পয়েন্ট টেবিলের প্রথম পাঁচ দল পাবে সরাসরি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ খেলার টিকেট। অস্ট্রেলিয়া সিরিজে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান উন্নতির এটা বড় সুযোগ দিচ্ছে বাংলাদেশকে। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে হার টাইগ্রেসদের ব্যাকফুটে রাখলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা নিয়েই মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।