আইপিএল শুরুর একদিন আগে সরে দাঁড়ালেন জাম্পা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২২ মার্চ থেকে পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের। টুর্নামেন্ট শুরুর আগের দিন হুট করে আইপিএল থেকে সরে দাঁড়ালেন অ্যাডাম জাম্পা। যেখানে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনার।
সবশেষ ডিসেম্বরে নিলামের আগে জাম্পাকে রিটেইন করেছিল রাজস্থান রয়্যালস। যেখানে রাজস্থান থেকে ১.৫ কোটি রুপি পেতেন জাম্পা। তবে ইএসপিএন ক্রিকইনফোকে অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনারের ম্যানেজার নিশ্চিত করেছেন তিনি আইপিএলের ২০২৪ মৌসুমে খেলবেন না।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ব্যস্ত সময় পার করছেন জাম্পা। বিশ্বকাপের পর থেকে বিগ ব্যাশ, ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ডানহাতি এই লেগস্পিনার। জাম্পা নিজেকে সরিয়ে নেয়ার পরও রাজস্থানের স্কোয়াডে দুজন ভারতের সেরা স্পিনার রয়েছে।
যেখানে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আছেন লেগ স্পিনার যুবেন্দ্র চাহাল। সবশেষ মৌসুমে মা??্র ৬টি ম্যাচে খেলেছেন জাম্পা। যেখানে ২৩.৫০ গড় এবং ৮.৫৪ ইকনোমি রেটে নিয়েছিলেন ৮ উইকেট। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২২ রানে ৩ উইকেটও নিয়েছিলেন জাম্পা।
এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছেন তিনি। আইপিএলে এখন পর্যন্ত চার মৌসুমে ২০ ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন জাম্পা। ডানহাতি এই লেগ স্পিনারের আগে প্রসিদ্ধ কৃষ্ণাকেও হারিয়েছে রাজস্থান।
বর্তমান বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসনে রয়েছেন প্রসিধ। যদিও তাদের দুজনের কারও এখনও বিকল্প জানায়নি রাজস্থান। এদিকে রাজস্থানের প্রথম ম্যাচ রবিবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলতে নামবে সাঞ্জু স্যামসনের দল।