promotional_ad

মৌসুম জুড়ে রোহিত পাশেই থাকবেন, বিশ্বাস হার্দিকের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দুবাই ঘরের মাঠ নয়, এখানে আমরা বেশি ম্যাচ খেলি না: রোহিত

১৪ ঘন্টা আগে
জাতীয় সংগীতের সময় ভারত, ফাইল ফটো

লম্বা সময় ধরেই মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছিলেন রোহিত শর্মা। দলটির হয়ে পাঁচটি শিরোপাও জিতেছেন ভারতের এই অধিনায়ক। যদিও এবার হার্দিক পান্ডিয়ার অধীনে আইপিএল খেলতে হবে রোহিতকে। আবার রোহিতের সামনেই নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে হবে হার্দিককে! এই দুজনের সম্পর্ক নিয়ে ভারতের ক্রিকেটে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এসবে কান নেই হার্দিকের। তার বিশ্বাস, মৌসুম জুড়েই পাশে থাকবেন রোহিত।


২০১৩ সাল থেকে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। তার অধীনেই ২০১৫ সালে মুম্বাইয়ের জার্সিতে আইপিএলে অভিষেক হয় হার্দিকের। তবে মাঝে মেগা নিলামের আগে ভারতীয় এই অলরাউন্ডারকে ছেড়ে দেয় ‍মুম্বাই। সেই সুযোগে হার্দিককে দলে নেয় গুজরাট টাইটান্স।



promotional_ad

দুই মৌসুমেই গুজরাটকে ফাইনালে নিয়ে গেছেন হার্দিক। সবশেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের কাছে হারলেও তার আগের আসরে শিরোপা জিতেছিল তারা। অধিনায়ক হিসেবে বাজিমাত করার পর হার্দিককে নিজেদের ডেরায় ফিরিয়েছে মুম্বাই। দলে নিয়েই রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করে পাঁচবারের চ্যাম্পিয়নরা।


আরো পড়ুন

কোহলির ব্যাটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

৭ ঘন্টা আগে
ভারতকে ফাইনালে তোলার নায়ক কোহলি, আইসিসি

আইপিএলের এবারের মৌসুম শুরু আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হার্দিক বলেন, 'তেমন কিছু হবে না, কারণ আমার সাহায্যের প্রয়োজন হলে তিনি (রোহিত) সবসময় এগিয়ে আসবেন। একই সঙ্গে, তিনি ভারত দলের অধিনায়ক, যেটা আমাকে সাহায্য করবে। তার নেতৃত্বে এই দল (মুম্বাই) অনেক কিছু অর্জন করেছে। এখন থেকে তিনি যা অর্জন করেছেন, সেই পথে আমি দলকে এগিয়ে নেব।'


'তাই আমি মনে করি না, এটা (রোহিতের উপস্থিতিতে মুম্বাইকে নেতৃত্ব দেওয়া) বিব্রতকর কিংবা ভিন্ন কিছু হবে। দারুণ এক অনুভূতি হবে, কারণ আমরা একসঙ্গে ১০ বছর ধরে খেলছি, আমার পুরো ক্যারিয়ারে তার নেতৃত্বে খেলেছি। হ্যাঁ আর, আমি জানি মৌসুম জুড়ে তিনি আমার পাশে থাকবেন।'



আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে মুম্বাইকে ১৬৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। যেখানে ৯১ ম্যাচে জয় পেয়েছেন তিনি। চারটি ম্যাচ টাই হওয়ার পাশাপাশি হেরেছেন ৬৮ ম্যাচে। রোহিতের সময়ে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে ফাইনাল খেলেছে মুম্বাই। যার সবকটিতেই জিতেছে তারা।


সবশেষ তিন মৌসুম অবশ্য ভালো যায়নি মুম্বাইয়ের। ২০২১ এবং ২০২২ সালে শেষ চারেই উঠতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। ২০২২ সালে প্লে অফে জায়গা করে নিলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাটের কাছে হারে মুম্বাই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball