পান্তকে ‘পুরোপুরি ফিট’ ঘোষণা করল বিসিসিআই

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পান্তের সঙ্গে লড়াইয়ে যেতে চান না রাহুল
১ মার্চ ২৫
ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে সুস্থ হয়ে বেশ কিছুদিন আগেই মাঠে ফিরেছেন ঋষভ পান্ত। এবার অপেক্ষার পালা আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠে নামার। পান্ত আইপিএলে নামার আগেই জানা যায় মৌসুমের শুরুতে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলবেন তিনি। এবার জানা গেল, পান্তকে 'উইকেটরক্ষক ব্যাটার' হিসেবে ফিট ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় বাজেভাবে আহত হন পান্ত। পুরো শরীরেই নানান ইনজুরি বাঁধে তার। তারপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। স্বাভাবিকভাবেই খেলেননি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে। ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্টে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন পান্ত।

সবকিছু ঠিক থাকলে লম্বা সময় পর আসন্ন আইপিএলেই তাকে মাঠে দেখা যাওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে কয়েকসপ্তাহ আগেই বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলেছেন তিনি। তারপর খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার হিসেবেও।
ক্রিকেটবিশ্বকে আইপিএল বর্জন করতে বলছেন ইনজামাম
২ মার্চ ২৫
পান্তের ফিটনেস নিয়ে বিসিসিআই জানিয়েছে, ‘২০২২ সালের ৩০ ডিসেম্বর উত্তরাখন্ডের রুর্কিতে জীবন-সংশয়ী সড়ক দুর্ঘটনার পর ১৪ মাসের পুনর্বাসন শেষে ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পান্তকে ২০২৪ সালের টাটা আইপিএলে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে।’
'উইকেটরক্ষক ব্যাটার' হিসেবে পুরোপুরি ফিট হওয়ার সনদ না পেলে হয়ত আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বও হারাতে পারতেন পান্ত। কয়েকদিন আগেই এমনটা জানিয়েছিলেন দিল্লির হেড কোচ রিকি পন্টিং।
এদিকে আইপিএলের পরই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরে ভারতীয় দলে পান্ত থাকবেন কিনা তা নিয়ে রয়েছে জল্পনা-কল্পনা। বিসিসিআই অবশ্য আগে জানিয়েছিল, উইকেটরক্ষক ব্যাটার হিসেবে পুরোপুরি ফিট হলেই কেবল এই আসরে খেলতে পারেন তিনি।