promotional_ad

বাজবল কৌশলে স্টোকসদের আরও আত্মবিশ্বাস চান ম্যাককালাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সেমি ফাইনালের আগে মার্করামকে নিয়ে শঙ্কা

১৭ ঘন্টা আগে
অনুশীলনে এইডেন মার্করাম, আইসিসি

ভারতে সিরিজের প্রথম টেস্ট জিতে নতুন কিছুরই ইঙ্গিত দিচ্ছিল ইংল্যান্ড। যদিও বাকি চারটি টেস্ট হেরে সেই সম্ভাবনায় পানি ঢেলে দেয় স্বাগতিকরা। সিরিজ শেষে ইংলিশদের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানালেন, প্রচণ্ড চাপের মুখে ভীত হয়ে পড়েছিল তার দল। এই ভয়কে জয় করতে বাজবল কৌশলে আরও আত্মবিশ্বাস দরকার বলেও মনে করছেন তিনি।


ম্যাককালামের কোচিং এবং স্টোকসের নেতৃত্বে এটাই ইংল্যান্ডের প্রথম সিরিজ হার। ম্যাককালাম ২০২২ সালে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেয়ার পর অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে জুটি গড়ে একের পর এক জয় উপহার দিয়ে যাচ্ছিলেন।



promotional_ad

এই পর্যন্ত এই জুটি মোট ২৩টি টেস্ট খেলেছে। যেখানে ইংল্যান্ডের জয় ১৪টি, হার ৮টি। ২০২৩ সালের শুরু থেকে দলটি ১৩ টেস্টের মধ্যে হেরেছে ৭টি। এর মাঝে চারটিই গত চার ম্যাচে! ম্যাককালামের কপালে তাই চিন্তার ভাঁজ।


আরো পড়ুন

কোহলির ব্যাটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

১৫ ঘন্টা আগে
ভারতকে ফাইনালে তোলার নায়ক কোহলি, আইসিসি

তিনি বলেন, 'আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চেয়েছি, সেখানে ভারত হয়তো আমাদেরকে ছাড়িয়ে গেছে এবং আমাদের কিছুটা পিছু হটতে বাধ্য করেছে। এটা এমন কিছু যা আমাদের পরিবর্তন করতে হবে। সিরিজ চলার সঙ্গে সঙ্গে আমরা আরও ভীত হয়ে পড়েছিলাম।'


'এটা এমন কিছু যা আমাদের সমাধান করতে হবে, কারণ অন্য দলগুলোও আমাদের চাপে রাখবে এবং আমরা আমাদের খেলায় সেই সংশয়কে জায়গা দিতে পারি না। চাপের পরিস্থিতিতে আমরা যা করছি তাতে আমাদের পূর্ণ বিশ্বাস থাকা দরকার।'



ভারতের বিপক্ষে এই সিরিজে হায়দরাবাদে প্রথম টেস্ট ২৮ রানে জেতে ইংল্যান্ড। তারপর দ্বিতীয় ম্যাচে ১০৬ রানে, তৃতীয়টিতে ৪৩৪ রানে, চতুর্থটি ৫ উইকেটে এবং পঞ্চমটিতে ইনিংস ও ৬৪ রানে হারে সফরকারীরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball