বাজবল কৌশলে স্টোকসদের আরও আত্মবিশ্বাস চান ম্যাককালাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সেমি ফাইনালের আগে মার্করামকে নিয়ে শঙ্কা
১৭ ঘন্টা আগে
ভারতে সিরিজের প্রথম টেস্ট জিতে নতুন কিছুরই ইঙ্গিত দিচ্ছিল ইংল্যান্ড। যদিও বাকি চারটি টেস্ট হেরে সেই সম্ভাবনায় পানি ঢেলে দেয় স্বাগতিকরা। সিরিজ শেষে ইংলিশদের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানালেন, প্রচণ্ড চাপের মুখে ভীত হয়ে পড়েছিল তার দল। এই ভয়কে জয় করতে বাজবল কৌশলে আরও আত্মবিশ্বাস দরকার বলেও মনে করছেন তিনি।
ম্যাককালামের কোচিং এবং স্টোকসের নেতৃত্বে এটাই ইংল্যান্ডের প্রথম সিরিজ হার। ম্যাককালাম ২০২২ সালে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেয়ার পর অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে জুটি গড়ে একের পর এক জয় উপহার দিয়ে যাচ্ছিলেন।

এই পর্যন্ত এই জুটি মোট ২৩টি টেস্ট খেলেছে। যেখানে ইংল্যান্ডের জয় ১৪টি, হার ৮টি। ২০২৩ সালের শুরু থেকে দলটি ১৩ টেস্টের মধ্যে হেরেছে ৭টি। এর মাঝে চারটিই গত চার ম্যাচে! ম্যাককালামের কপালে তাই চিন্তার ভাঁজ।
কোহলির ব্যাটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত
১৫ ঘন্টা আগে
তিনি বলেন, 'আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চেয়েছি, সেখানে ভারত হয়তো আমাদেরকে ছাড়িয়ে গেছে এবং আমাদের কিছুটা পিছু হটতে বাধ্য করেছে। এটা এমন কিছু যা আমাদের পরিবর্তন করতে হবে। সিরিজ চলার সঙ্গে সঙ্গে আমরা আরও ভীত হয়ে পড়েছিলাম।'
'এটা এমন কিছু যা আমাদের সমাধান করতে হবে, কারণ অন্য দলগুলোও আমাদের চাপে রাখবে এবং আমরা আমাদের খেলায় সেই সংশয়কে জায়গা দিতে পারি না। চাপের পরিস্থিতিতে আমরা যা করছি তাতে আমাদের পূর্ণ বিশ্বাস থাকা দরকার।'
ভারতের বিপক্ষে এই সিরিজে হায়দরাবাদে প্রথম টেস্ট ২৮ রানে জেতে ইংল্যান্ড। তারপর দ্বিতীয় ম্যাচে ১০৬ রানে, তৃতীয়টিতে ৪৩৪ রানে, চতুর্থটি ৫ উইকেটে এবং পঞ্চমটিতে ইনিংস ও ৬৪ রানে হারে সফরকারীরা।