শরিফুল আমাদের লিডিং বোলারে পরিণত হচ্ছে: হাথুরুসিংহে

ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ইনসুইং, আউট সুইংয়ের সঙ্গে বুদ্ধিদীপ্ত বোলিংয়ে প্রায়শই প্রতিপক্ষের ব্যাটারদের বোকা বানাচ্ছেন শরিফুল ইসলাম। শুরুতে উইকেট এনে দিচ্ছেন, মাঝের ওভারেও ব্যাটারকে আটকে রাখছেন। নিজেকে পুরোপুরি এক প্যাকেজ বানিয়েছেন বাঁহাতি এই পেসার। তাতে করে তাসকিন আহমেদের জায়গায় প্রথম ওভারে বলটা হাতে উঠছে শরিফুলের। হয়ে উঠছেন বাংলাদেশের লিডিং পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টির আগে এমনটাই জানালেন চান্ডিকা হাথুরুসিংহে।
একটা সময় বাংলাদেশের পেস বোলিংয়ের হাল ধরতেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের সাবেক অধিনায়ক চলে যাওয়ার পর সেই দায়িত্বটা এসে পড়ে মুস্তাফিজুর রহমানের ওপর। স্লোয়ার-কাটার দিয়ে প্রায়শই প্রতিপক্ষকে ভড়কে দিতেন তিনি। এখনও জাতীয় দলে থাকলেও সবশেষ কয়েক বছরে নতুন বলে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ।

পেস ইউনিটে তাসকিনের সঙ্গে ছিলেন শরিফুলও। যদিও তুমুল প্রতিযোগিতায় সেভাবে সুযোগ পেতেন না তিনি। তবে নিজেকে বদলে ফেলে পেস ইউনিটের নেতা হয়ে উঠতে শুরু করেছেন শরিফুল। হাথুরুসিংহ মনে করেন, শরিফুল এমন একজন যার ওপর তাসকিন এবং মুস্তাফিজের মতো ভরসা করা যায়। সেই সঙ্গে বাংলাদেশের প্রধান কোচ জানান, শরিফুল লিডিং বোলার হয়ে উঠছেন।
তৃতীয় টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে শরিফুলের বোলিংয়ে নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমরা সবাই জানি শরিফুল দারুণ বিপিএল কাটিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই বিপিএলে এসেছে। শিশিরের কারণে বিপিএলের মতো সুইং করাতে পারেনি। দ্বিতীয় ম্যাচের আগে খুব দ্রুত সে মানিয়ে নিয়েছে। দ্বিতীয় ম্যাচে দারুণ বল করেছে। একেকটি ম্যাচ দিয়ে সে আমাদের লিডিং বোলারে পরিণত হচ্ছে। তাসকিন ও ফিজের পর সে আরও একজন যার উপর ভরসা করা যায়।’
দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোন উইকেট না পেলেও বৈচিত্রময় বোলিংয়ে নজর কেড়েছেন শরিফুল। ৪ ওভার বোলিং করে মাত্র ২১ রান দিয়েছিলেন বাঁহাতি এই পেসার। শরিফুলের এমন বোলিংয়েই শ্রীলঙ্কাকে অল্পতে আটকানো সম্ভব হয়েছিল। তবে সেদিন নিজের বলে নিজে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি।
এক্স-রে করার জন্য সেদিন ম্যাচ শেষে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল তাকে। যদিও গুরুতর কিছু ধরা পড়েনি। হাথুরুসিংহ নিশ্চিত করেছেন শরিফুল ফিট আছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে ভালো আছে। কোনো ইঞ্জুরি সমস্যা নেই।’