promotional_ad

ক্রাইস্টচার্চে অভিষেক হচ্ছে সিয়ার্সের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কিউই পেসার উইল ও'রুর্কি চোটের কারণে ছিটকে গেছেন। তার বদলি হিসেবে ক্রাইস্টচার্চ টেস্টের দলে ডাক পেয়েছেন বেন সিয়ার্স। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম সাউদি জানিয়েছেন ক্রাইস্টচার্চেই টেস্ট অভিষেক হচ্ছে তার।


অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু হবে শুক্রবার থেকে। এর আগে সংবাদ সম্মেলনে এসে সাউদি জানিয়েছেন সিয়ার্সকে ১৫০ কিলোমিটার গতিতে বল করতে দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। টেস্টে এই পেসার কেমন করেন সেটাই দেখতে চান তিনি।



promotional_ad

সাউদি বলেন, 'তার বলে গতি রয়েছে। গ্রীষ্মের শুরুতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে আমরা তাকে ১৫০ কিলোমিটার গতিতে বল করতে দেখেছিলাম, টেস্টে সে কী করতে পারে সেটা দেখার জন্য রোমাঞ্চিত। সে দীর্ঘদেহী। গতি আছে, তার মধ্যে ভালো করার রসদ আছে।'


ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে ১৭২ রানে হেরেছে নিউজিল্যান্ড। ২ ম্যাচের সিরিজ ড্র করতে শেষ ম্যাচে জিততেই হবে কিউইদের। এমন বাঁচা মরার ম্যাচেই অভিষেক হতে চলেছে সিয়ার্সের। সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ও'রুর্কি।


এর ফলে শেষ ম্যাচ থেকে ছিটকে যান তিনি। অনেকেই আশায় ছিলেন শেষ ম্যাচে খেলার জন্য ডাক পাবেন নিল ওয়াগনার। তবে সবাইকে অবাক করে দিয়ে সিয়ার্সকে ডেকে পাঠায় কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন সিয়ার্স। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ ম্যাচে ৫৮ উইকেট রয়েছে তার নামের পাশে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball