promotional_ad

এই মৌসুম খেলেই আইপিএলকে বিদায় বলবেন কার্তিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ মৌসুমে আলো ছড়াতে পারেননি দীনেশ কার্তিক। এবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলবেন জুনে ৩৯ বছরে পা দিতে যাওয়া এই ক্রিকেটার। এখনও অবসর না নিলেও ক্রিকেটের পাশাপাশি ধারাভাষ্যে মনোযোগ দিয়েছেন তিনি। এবার অবসরে সিদ্ধান্তে যেতে পারেন কার্তিক। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এই মৌসুম খেলেই আইপিএলকে বিদায় বলবেন তিনি।


২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন কার্তিক। এখন পর্যন্ত সবকটি মৌসুম খেলেছেন এমন সাত ক্রিকেটারের একজন তিনি। বাকিরা হলেন, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা এবং মানিশ পান্ডে।



promotional_ad

এখন পর্যন্ত ছয়টি দলের হয়ে আইপিএল খেলেছেন কার্তিক। যেখানে দিল্লি ডেয়ারডেভিলসের পাশাপাশি খেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস), মুম্বাই ইন্ডি??ান্স, গুজরাট লায়ন্স, কলকাতা নাইট রাইডার্স এবং বেঙ্গালুরু। সবমিলিয়ে ২৪০ ম্যাচ খেলে ৪ হাজার ৫১৬ রান করেছেন।


২৬ এর কাছাকাছি গড়ে রান করা কার্তিকের স্ট্রাইক রেট ১৩২ এর একটু বেশি। যেখানে ২০ টি হাফ সেঞ্চুরি করেছেন। উইকেটকিপার হিসেবে ১৩৩ ডিসমিসাল করে ধোনির পরেই আছেন তিনি। এত বছরের ক্যারিয়ারে আইপিএলের মাত্র দুটি ম্যাচ মিস করেছেন কার্তিক। আইপিএলের প্রথম মৌসুমে কলকাতার বিপক্ষে খেলেননি।


গত মৌসুমে কার্তিকের খেলা হয়নি সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও। এদিকে ২০২২ আইপিএলে ফিনিশার হিসেবে ১৬ ম্যাচে ৩৩০ রান করেছিলেন ৩৮ বছর বয়সি এই ব্যাটার। ১৮৩.৩৩ স্ট্রাইক রেটে রান করা কার্তিকের গড় ছিল ৫৫। এমন পারফরম্যান্সের পর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা পেয়েছিলেন তিনি। যদিও ৩ ম্যাচে ১৪ রানের বেশি করতে পারেননি কার্তিক।



ক্রিকেট ছাড়লেও পরবর্তীতে সেটা ঠিক করে রেখেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ২০২১ সাল থেকে ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পাশাপাশি দ্য হান্ড্রেডেও কাজ করেছেন। কদিন আগে ভারত-ইংল্যান্ড সিরিজেও ছিলেন ৩৯ ছুঁইছুঁই এই ক্রিকেটার। ধারাভাষ্যকার হিসেবে বিশেষ পরিচিতি এবং জনপ্রিয়তাও পেয়েছেন কার্তিক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball