সৌম্যর নট আউট বিতর্ক নিয়ে ম্যাচ রেফারির কাছে যেতে পারে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অনফিল্ড আম্পায়ার আউট দিলেও সেটাতে রিভিউ নিয়েছিলেন সৌম্য সরকার। টিভি রিপ্লেতে স্পাইক দেখা গেলেও ব্যাট ও বলের মাঝে গ্যাপ দেখতে পেয়ে নট আউটের সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ারের এমন সিদ্ধান্তে সন্তুষ্ট নয় শ্রীলঙ্কা। যে কারণে পুরো বিষয়টি জানার জন্য ম্যাচ রেফারির কাছে যেতে পারে শ্রীলঙ্কা, এমনটা জানিয়েছেন নাভিদ নেওয়াজ।
ঘটনাটি ঘটে ম্যাচের চতুর্থ ওভারে। বিনুরা ফার্নান্দোর শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন সৌম্য। বল উইকেটকিপারের গ্লাভসে যাওয়ার পর আবেদন করেন শ্রীলঙ্কার ফিল্ডাররা। বল ব্যাটের নিচের অংশে লেগেছে ভাবনায় আম্পায়ার গাজী সোহেল আউটও দিয়ে দেন। তবে তখনই রিভিউ নেন সৌম্য। টিভি রিপ্লেতে দেখা যায় বল যখন ব্যাটের পাশ দিয়ে যাচ্ছিল তখন আল্ট্রা-এজে স্পাইক ভেসে উঠে। যদিও আউট দেননি টিভি আম্পায়ার মুুকুল।
অনফিল্ড আম্পায়ারকে সিদ্ধান্ত বদল করতে বলার সময় তিনি জানিয়েছেন, ব্যাট ও বলের মাঝে গ্যাপ দেখেছেন তিনি। যে কারণে অনফিল্ড আম্পায়ারও নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। তবে এমন সিদ্ধান্তে খুশি হতে পারেনি শ্রীলঙ্কা। যে কারণে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতকে ঘিরে ধরে সফরকারী ফিল্ডাররা। তাতেও শেষ পর্যন্ত কাজ হয়নি। যা নিয়ে একদমই খুশি নয় শ্রীলঙ্কা।

ম্যাচ শেষে লঙ্কানদের প্রতিনিধি হিসেবে আসা নাভিদ বলেন, ‘মাঠের আম্পায়ার আউট দিয়েছেন। আমি নিশ্চিত, টিভি আম্পায়ারের কাছে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বাতিলের জন্য চূড়ান্ত প্রমাণ থাকতে হয়। এটা স্পষ্ট, একটা স্পাইক ছিল। আমরা বড় পর্দায় তা দেখেছি।’
‘সেখানে কী ঘটেছিল তা বোঝার জন্য আমাদের এই সিদ্ধান্ত নিয়ে ম্যাচ রেফারির পর্যন্ত যেতে হতে পারে। পর্দায় যা দেখা গেছে, মন্তব্য করার জন্য সেটা যথেষ্ট ছিল না। আমি নিশ্চিত, টিভি আম্পায়ারের কাছে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলের পর্যাপ্ত প্রমাণ থাকবে।’
সেই সময় ১০ রানে ছিলেন সৌম্য। জীবন পেলেও সেটা অবশ্য কাজে লাগাতে পারেননি বাঁহাতি এই ওপেনার। শেষ পর্যন্ত আউট হয়েছেন ২২ বলে ২৬ রানের ইনিংস খেলে। তবে লিটন দাসের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ে অবদান রেখেছেন। নাভিদ মনে করেন, সেই সৌম্য আউট হলে ভিন্ন কিছু হতে পারতো।
এ প্রসঙ্গে শ্রীলঙ্কার সহকারী কোচ বলেন, ‘এটা প্রথম উইকেট ছিল। এটা যদি আমাদের পক্ষে যেতো এবং উইকেট নিতে পারতাম। তাহলে এই ধরনের পিচে যেকোন উইকেটই গুরুত্বপূর্ণ হতো।’
সেই নট আউট নিয়ে অবশ্য কোন মন্তব্যের প্রয়োজন দেখছেন না শান্ত। তিনি বলেন, ‘আমি ওয়ার্ম আপ করছিলাম। আর এমনি কথা বলছিলাম। আউট বা ওই বিষয় নিয়ে কোনো কথা বলি নাই। ক্লিয়ারলি তো ওটা থার্ড আম্পায়ারের ডিসিশান ছিল, ফিল্ড আম্পায়ারের না। সো এটা নিয়ে মনে হয় না যে কোনো কমেন্ট করার প্রয়োজন আছে।’