সবাই ১০০ টেস্ট খেলতে চায়: বেয়ারস্টো

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ধর্মশালায় আগামীকাল সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টে খেলতে নামবে ভারত। এই ম্যাচটিই হবে রবিচন্দ্রন অশ্বিন এবং জনি বেয়ারস্টোর শততম টেস্ট। অশ্বিন জানিয়েছিলেন শততম টেস্ট তার কাছে কেবলই একটা সংখ্যা। যদিও বেয়ারস্টোর কাছে শততম টেস্টের মানে একদমই আলাদা।
বর্তমান সময়ে অবশ্য একেবারেই ফর্মে নেই বেয়ারস্টো। উইকেটকিপিং ছেড়ে ভারত সিরিজে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলছেন তিনি। যদিও একেবারেই চলছে না তার ব্যাট। ৮ ইনিংসে ২১.২৫ গড়ে মাত্র ১৭০ রান করেছেন তিনি।

গত বছর পায়ের চোট কাটিয়ে ইংল্যান্ড দলে ফেরেন বেয়ারস্টো। সেই চোট কাটিয়ে এ পর্যন্ত খেলা ১০ টেস্টে কোনো সেঞ্চুরি করতে পারেননি তিনি। এমনকি ভারতের বিপক্ষে সিরিজে চার টেস্টে তার সর্বোচ্চ রান ৩৮।
এমন পারফরম্যান্সে টেস্ট ক্যারিয়ার থমকেও যেতে পারে তার। তবে এসব পেছনে রেখে শততম টেস্ট খেলার রোমাঞ্চ ছুঁয়েছে তাকে, ‘পেশাদার ক্রিকেট শুরুর পর সব নবীনই ১০০ টেস্ট খেলতে চায়।’
এদিকে বেয়ারস্টোর এমন পারফরম্যান্সে সমালোচনা চলছেই। কেননা ভারতের মাটিতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও ৩-১ ব্যবধানে ইতোমধ্যেই সিরিজ হেরেছে ইংল্যান্ড। এর মধ্যে টেস্টে বেয়ারস্টোর ক্যারিয়ার শেষ দেখছেন অনেকেই।
কয়েকদিন আগেই মাইকেল ভন বলেন, ‘আমি মনে করি, ৯৯ ম্যাচ খেলে ফেললে শততম ম্যাচের মুহূর্তটা সে পেতেই পারে। তবে এটাও মনে রাখতে হবে ১০১তম টেস্টে না–ও খেলা হতে পারে। দলে ফেরার পর সর্বশেষ ১০ টেস্টে সে ভালো খেলেনি, বিশেষ করে ভারতে।’