ভারতে প্রচুর সমালোচক, ভুল করলে হবে না: অশ্বিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে ৭ মার্চ নিজেদের পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নামবে ভারত। এই ম্যাচে দারুণ এক মাইলফলকের সামনে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই ম্যাচের একাদশে নাম থাকলেই ভারতের চতুর্দশ ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন তিনি।
২০১১ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্ট সাদা পোশাকের ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল অশ্বিনের। এরপর প্রায় এক যুগ ভারতের স্পিন আক্রমণের নেতৃত্ব দিয়েছেন তিনি। দলের প্রয়োজনে ব্যাট হাতেও বিভিন্ন সময় ত্রাতার ভূমিকায় অবর্তীর্ণ হয়েছেন তিনি।

অভিষেক ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৪৭ রানে ৬ উইকেট নিয়ে অশ্বিন যে মুগ্ধতা তৈরি করেছিলেন। এই মুগ্ধতা এখনও ছড়িয়ে যাচ্ছেন তিনি। অশ্বিন জানিয়েছেন শততম টেস্টের মাইলফলকে পৌঁছার চেয়ে তার এই পথচলাটার বিশেষত্বই বেশি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'উপলক্ষটি অনেক বড়…গন্তব্যে পৌঁছানোর চেয়ে বেশি স্পেশাল ছিল এই পথচলাটা।' তিনি আরও খোলাসা করে বলেছেন, 'শততম টেস্ট আমাদের জন্য অনেক গুরুত্ব বহন করে, তবে এরচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার বাবা, মা, স্ত্রী, এমনকি আমার সন্তানদের কাছে। এই টেস্ট নিয়ে আমার বাচ্চারা অনেক বেশি রোমাঞ্চিত।'
ক্রিকেটার হিসেবে নানা চড়াই উৎরাই পাড়ি দিতে হয়েছে অশ্বিনকে। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তিনি পাশে পেয়েছেন পরিবারকে। বিশেষ করে তার পরিবারকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাদের আস্থা ও ভালোবাসার কারনেই সাদা পোশাকে অশ্বিনের নামের পাশে এখন ৫০৭ উইকেট।
তাই মাইলফলককে সামনে রেখে পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি ভারতীয় এই অলরাউন্ডার। তার ভাষ্য, 'একজন খেলোয়াড়ের পথচলায় পরিবারকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়। তার ছেলে ম্যাচের মধ্যে কী করেছিল এটা নিয়ে আমার বাবাকে এখনও ৪০টি কলের উত্তর দিতে হয়।'
নিজের ক্রিকেট দর্শন নিয়ে অশ্বিন বলেন, 'ক্রিকেট এমন একটা খেলা যেখানে নিজে থেকে অনেক কিছু শেখা যায়। নিজের সমালোচনা করতে হয়। কোথায় ভুল হচ্ছে সেটা দেখে শুধরে নিতে হয়। কারণ, ভারতে প্রচুর সমালোচক। পান থেকে চুন খসলে হবে না। কিন্তু তার মধ্যে অনেকে ঠিকও বলেন। আমি তাই সবটা শোনার চেষ্টা করি।'